Amar Hridoy Ekta Ayna (আমার হৃদয় একটা আয়না) Song Lyrics

কিছু কিছু ব্যক্তিত্ব আছে যাদের ভুলা খুব কঠিন তেমনি একজন শাবনূর । তার গান যতয় শুনি হৃদয়ের ভিতর থেকে দোলা দেয়। এই পোষ্টে তার অভিনীত সিনেমা ফুল নেব না অশ্রু নেব এর একটি জনপ্রিয় গান - আমার হৃদয় একটা আয়না। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো

🎧 Song Credits:
অ্যালবাম - ফুল নেব না অশ্রু নেব

Amar Hridoy Ekta Ayna Song Lyrics 👇

[আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায়না] - ৩ বার 
(ও ও ও ও ও... ও ও ও ও ও...
আ আ আ আ... আ আ আ আ...)

[তোমায় দেখতে দেখেতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই] - ২ বার 
তোমার ভালবাসা ছাড়া
কোন কিছু এমন চায়না
[আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায়না]  ২ বার 
(ও ও ও ও ও... ও ও ও ও ও...
আ আ আ আ... আ আ আ আ...)

[তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যাই।
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই] - ২ বার 
দুটি আঁখি তুমি ছাড়া
যেন দেখতে কিছু পায়না
[আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায়না] - ২ বার 
(ও ও ও ও ও... ও ও ও ও ও...
আ আ আ আ... আ আ আ আ...)


🔊 আমার মতামত - নব্বই দশকের পরে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো।  এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম