Amay Duniya Theke (আমায় দুনিয়া থেকে) Lyrics

এই পোষ্টে মুখোমুখি সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন  আহমেদ ইমতিয়াজ বুলবুল ও গেয়েছে - কনক চাঁপা এবং এন্ড্রু কিশোর। গানের নাম - আমায় দুনিয়া থেকে

🎧 Song Credits: 
অ্যালবাম - মুখোমুখি

Amay Duniya Theke Song Lyrics 👇

[আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মো'রে] - ২ বার  
ও... ও ও ও ও ও, ও... ও ও ও ও ও 

[আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি
একি দেহ নিয়ে, রবো তুমি-আমি] - ২ বার 
তুমি দূরে গেলে, ও বন্ধু আমার
ফুলের মতোই যাবো যে যরে! 
ও... ও ও ও ও ও, ও... ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মো'রে

[তোমায় দেখার দু'চোখ, যেন তোমারি দান 
বেঁচে আছি বুঝি নিয়ে তোমারি প্রাণ] - ২ বার  
চিরদিনের তরে, ও বন্ধু আমার
বেঁধে রেখ তোমার প্রেম ও ডোরে
ও... ও ও ও ও ও, ও... ও ও ও ও ও
[আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভিতর রাখো ভরে
যেন কেউ জানে না, আমি কোথায় আছি
এমন আপন করে নাও মো'রে] - ২ বার  


🔊 আমার মতামত - বাংলার সেরা কয়েকটা গানের মধ্যে এটা একটা গান৷ কয়েক বছর পরে নতুন প্রজন্ম এসে শুনে আফসোস করবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লিখা গানগুলোই একেকটা মাস্টার পিস ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম