Ei Mala Je Chao (এই মালা যে চাও) Song Lyrics

বিদ্যাসাগর সিনেমাতে প্লেব্যাক করার পরে পরবর্তীকালে অনেক সিনেমাতে গান করেছেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের। সহধর, বিধিলিপি, ভাঙ্গাগড়া, কড়ি ও কোমল, সাহেব বিবি গোলাম, নৌকা বিলাস কত বলবো? প্রতিটা সিনেমাতেই তার গাওয়া গান ভীষন জনপ্রিয় হয়ে উঠেছিলো।

সুচিত্রা সেন তখনো বিখ্যাত হননি। তার অভিনীত সাত নম্বর কয়েদী সিনেমাতে প্রথম যে গানে লিপ মিলিয়ে ছিলেন তার প্লেব্যাক করেছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের। এই পোস্টে সেই সিনেমার গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই মালা যে চাও তুমি এই মালা যে চাও 

🎧 Song Credits:
সুরকার - কালিপদ সেন

Ei Mala Je Chao Song Lyrics 👇

এই মালা যে চাও, তুমি এই মালা যে চাও 
কি দাম দেবে নেবার আগে একটু ভেবে নাও 
তুমি একটু ভেবে নাও 
এই মালা যে চাও তুমি এই মালা যে চাও 
কি দাম দেবে নেবার আগে একটু ভেবে নাও 
তুমি একটু ভেবে নাও

[এ মালা চাই যে দিতে, তুমি কি পারবে নিতে?  
তুমি কি পারবে নিতে?] - ২ বার 
নেবে তো দামটা আগে দাও, নেবে তো দামটা আগে দাও
নেবে কি নেবে না তা একটু ভেবে নাও
তুমি একটু ভেবে নাও 
এই মালা যে চাও, তুমি এই মালা যে চাও 
কি দাম দেবে নেবার আগে একটু ভেবে নাও 
তুমি একটু ভেবে নাও 

[এ মালা আমার থাক! দিলাম তোমায় দিয়ে 
আমি তবু থাকবো খুশি গন্ধ টুকু নিয়ে,
তার গন্ধটুকু নিয়ে] - ২ বার
[আকাশে যে চাঁদ যাগে, দূরে তা ভালোই লাগে ] - ২ বার
তারে কি চাইলে কাছে পাও, তারে কি চাইলে কাছে পাও, 
নেবে কি নেবে না তা একটু ভেবে নাও
তুমি একটু ভেবে নাও 
এই মালা যে চাও, তুমি এই মালা যে চাও 
কি দাম দেবে নেবার আগে একটু ভেবে নাও 
তুমি একটু ভেবে নাও
এই মালা যে চাও, তুমি এই মালা যে চাও

🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম