Je Prem Shorgo Theke (যে প্রেম স্বর্গ থেকে এসে) Song Lyrics

১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা প্রাণের চেয়ে প্রিয়। এই সিনেমাতে হৃদয়গ্রাহী এক গল্প ফুটে উঠে। সেই সময়ে এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো বিশেষ করে, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এবং পড়ে না চোখের পলক এই গান দুটো। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো তার নাম - যে প্রেম স্বর্গ থেকে এসে

🎧 Song Credits:

Je Prem Shorgo Theke Song Lyrics 👇

[যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়] - ২ বার 
সেই প্রেম আমাকে দিও, জেনে নিও
তু়মি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমাব় প্রাণেব় চেয়ে প্রিয়

তুমি আর আমি আব় কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনেব় সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আব় সুখ
সেই সুখ আমাকে দিও, জেনে নিও
তুমি আমাব়, তুমি আমাব় প্রাণেব় চেয়ে প্রিয়
তুমি আমাব় প্রাণেব় চেয়ে প্রিয়

চাইনা কিছুই তো জীবনে আব়
তোমার মুখটা যদি দেখি একবাব়
এ জীবন করেছো কত যে মধুব়
হৃদয়ে কত গান কত যে সুব়
সেই সুব় আমাকে দিও, জেনে নিও
তু়মি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমাব় প্রাণের চেয়ে প্রিয়

[যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়] - ২ বার 
সেই প্রেম আমাকে দিও, জেনে নিও
তু়মি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমাব় প্রাণেব় চেয়ে প্রিয়। 


🔊 আমার মতামত - নব্বই দশকের পরে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো। এমন দারাজ গলায় সবাই গাইতে পারে না। হৃদয় উজার করে গানটি গাওয়ার জন্য এন্ড্রু কিশোর কে অভিনন্দন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম