Ki Chile Amar (কি ছিলে আমার বলোনা তুমি) Song Lyrics

একটা সিনেমাতে সালমান শাহ বেশ কিছু অংশের কাজ করেছিলেন। সালমান শাহ মারা যাওয়ার কারনে ওমর সানিকে দিয়ে ছবি টি শেষ করানো হয়। এই ছবির গানগুলো ছিলো অসম্ভব জনপ্রিয়। "কি ছিলে আমার বলোনা তুমি আছি তো আগেরই মতো এখনো আমি" সিনেমার নাম কে অপরাধী। এটি ছিলো সালমান শাহের অসমাপ্ত ছবি

🎧 Song Credits:
অ্যালবাম - কে অপরাধী 
সুরকার আবু তাহের 

Ki Chile Amar Song Lyrics 👇

(লা লা লা লা... লা লা লা লা..
লা লা লা লা... লা লা লা লা..) 

কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি
কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি
কি ছিলে আমার?

[ভুলে কি গেছ, তুমি বাসরেরই কথা
আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা] - ২ বার 
কি ছিলে আমার বলোনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি
কি ছিলে আমার? 

[তুমি কি আগেরই মত এখনো হাসো
তুমি কি তেমনি করে আমায় ভালবাসো] - ২ বার 
কি ছিলে আমার বলনা তুমি
আছি তো আগেরই মতো এখনো আমি


🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে। সালমান শাহ'র অভিনীত মুভি ও গানগুলো তার মধ্যে অন্যতম ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম