Neel Kagaje Bujhi Na Keno (নীল কাগজে বুঝি না কেন) Song Lyrics

বাংলা গানের স্বর্ণযুগে বনশ্রী সেনগুপ্তের উত্থান! এমন একটা সময় যে সময়ে হয়তো ফেইজবুক ছিলো না, হোয়ট'স অ্যাপ ছিলো না, ইন্টারনেট ছিলো না কিন্তু সে সময়ে গানের শ্রোতা ছিলেন। ভালো গানের কদর করতে পারেন এমন মানুষ ছিলেন। সেই সময়ে বনশ্রী সেনগুপ্ত ও অজস্র ফ্যানমেইল পেতেন

তার অনুরাগীদের চিঠি আসতো তার বাড়ীতে।  পোষ্টকার্ডে কিংবা লাল নীল সাদা বিভিন্ন রকম খামে ভক্তদের প্রসংসা মাখা সেই সমস্থ  চিঠি উপভোগ করতেন তিনি এবং এই চিঠি গুলোর কথা তিনি তার গুরু সুধীন দাশগুপ্তের কাছে গিয়ে বলতেন

মুলত তখনকার দিনের গানগুলো ওই কথার মাঝে কিংবা আড্ডা দিতে দিতে তৈরি হয়ে যেত। তো এই চিঠি পাওয়ার কথা যখন সুধীন বাবুকে বললেন তখন সুধীন বাবু এই ঘটনাটাকে গানে রুপান্তরিত করে দিলেন। চিঠি নিয়ে লেখা সেই গানটা ছিলো - নীল কাগজে বুঝি না কেন যে। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - Aaj Bikeler Dake - Banasree Sengupta
লেবেল - সারেগামা

Neel Kagaje Bujhi Na Keno Je Song Lyrics 👇

নীল কাগজে বুঝি না কেন যে
পরিচিত কোন একজনকে, 
ছোট্ট চিঠি দিতে বলছে, কে যেন আমার মনকে! 
নীল কাগজে বুঝি না কেন যে

[মনের কাছে এসে কথার ফাকে শিস দিচ্ছে 
কিছু লিখে এই তার ইচ্ছে] - ২ বার 
লিখতে গিয়ে লেখা থেমে থেমে; যায় থমকে!
ছোট্ট চিঠি দিতে বলছে, কে যেন আমার মনকে! 
নীল কাগজে বুঝি না কেন যে

ভাবের ঘরে শেষে লজ্জা এসে ভীর করছে
চুপি সেই হাত ধরছে
ভাবতে বসে মন থেকে থেকে; যায় চমকে! 
ছোট্ট চিঠি দিতে বলছে, কে যেন আমার মনকে! 
নীল কাগজে বুঝি না কেন যে
পরিচিত কোন একজনকে, 
ছোট্ট চিঠি দিতে বলছে, কে যেন আমার মনকে! 

🔊 আমার মতামত - বনশ্রী সেনগুপ্তর জীবনের গল্পের সঙ্গে তার গানের খুব মিল আছে। গানটা শুনে সত্যি সত্যিই মনে হয়, যেন একটা বাস্তব জীবন অনুভূতি। একারণেই এই সব শিল্পীরা এখনও বেঁচে আছেন, মানুষের কাছে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম