Nil Sagor Par Hoye (নীল সাগর পার হয়ে) Lyrics

সালমান শাহ তার অভিনীত ছবি গুলি এখনো জনপ্রিয়তার শীর্ষে। এই পোষ্টে স্বপ্নের পৃথিবী সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - নীল সাগর পার হয়ে যেটার হিন্দি ভার্সন Saat Samundar Paar. এই গানটির হিন্দি ভার্সনে দিব্যা ভারতীর নাচ টা সুন্দর লাগে বেশি

🎧 Song Credits: 
সুরকার আলম খান
শিল্পী রুনা লায়লা

Nil Sagor Par Hoye Song Lyrics 👇

নীল সাগর...
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি
ভালবাসো নাইবা বাসো তোমায় ভালবেসেছি
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি

[হাজার মুখের ভিড়ে আমি, খুঁজি তোমার মুখ! 
একবার যদি দেখি সে মুখ, লাগে বড় সুখ] - ২ বার 
তুমি আমার ভালোবাসা তোমায় আমি চিনেছি
নীল সাগর...
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি

[নতুন ফুলের গন্ধ আমি, তোমায় দিতে চাই
একবার যদি শুধু তোমায়, আপন করে পাই] - ২ বার 
আমি তোমায় মনে মনে প্রেমের দামে কিনেছি
নীল সাগর...
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি
ভালবাসো নাইবা বাসো তোমায় ভালবেসেছি
নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি
লা লা লা লা
লা লা লা লা
হুম হুম হুম হুম
লা লা লা...


🔊 আমার মতামত - এসব গান শুনলে অতীতের কথা মনে পড়ে যায়। সত্যিই অসাধারন গান যা বার বার শুনতে ইচ্ছে হয়। কেন জানি সালমান শাহ যে ছবিগুলো করে রেখে গিয়েছেন তা কোন দিন ভুলার মত নয় যা যুগ যুগ ধরে মানুষের মনে দাগ কেটে যায় ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম