Nishiraat Banka Chand (নিশি রাত বাঁকা চাঁদ) Lyrics

স্বর্ণ যুগের গান এবং সুর মাধূর্য যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় একটা সুষম সঙ্গীত আর একটা বিষম সঙ্গীত কিন্তু আমরা বিভোর হয়ে আজও শুনছি সেই সব কালজয়ী গানগুলো তবুও যেন তৃষ্ণা মেটে না। কি ছিল এই গানগুলিতে? গানের নাম - নিশি রাত বাঁকা চাঁদ এবং সিনেমার নাম পৃথিবী আমারে চায় 

🎧 Song Credits: 
গীতিকার প্রণব রায়
সুরকার নচিকেতা ঘোষ
শিল্পী গীতা দত্ত

Nishiraat Baka Chad Song Lyrics 👇

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত... 

[ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর
হোক ভাঙা, তবু এলো জোছনা] - ২ বার 
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন বাসর করি রচনা...
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত...

[জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিলো ফুরায়ে] - ২ বার 
গজমতি হার যেন ধূলিতে
ভিখারীনি পেলো আজ কুড়ায়ে
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে। 


🔊 আমার মতামত - নায়িকার যেমন রূপ তেমনি তার কন্ঠ ভরা মধু তেমনি তার ভদ্রতা আবার তেমনি তার পোশাক অতুলনীয় সৌন্দর্য মহিমার কণ্ঠস্বর। মনে হয় যেন বারবার এই গান ই শুনি কোন বিরক্ত নাই কোন ঝামেলা নাই কোন টেনশন নাই সারাখন এইখানে শুনতে মন চায় এই গান কেয়ামত পর্যন্ত থাকবে গোল্ড হিসেবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম