Nisshas Dhire Dhire Barche (নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে) Lyrics

জী হ্যা! এই পৃথিবী শাবনুর আর রিয়াজের আর আমরা সবাই এখানে পিকনিক করতে এসেছেই তাই না? সিনেমার নাম পৃথিবী তোমার আমার তাই কথাটা বললাম। যাকগে - এই পোষ্টে রিয়াজ এবং শাবনুরের অভিনীত একটি গানের লিরিক্স শেয়ায় করবো যেটি লিখেছেন এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। গানের নাম - নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে আহা। বাদল ভাই এই গানটাতে শাবনুর কে দিয়ে কি খেলাটাই না খেলেছেন

🎧 Song Credits: 
অ্যালবাম - পৃথিবী তোমার আমার 
গীতিকার আলাউদ্দিন আলী 

Nisshas Dhire Song Lyrics 👇

[নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে
এই বুক থেকে থেকে কাঁপছে 
আহা কি যে ভালো লাগছে 
হৃদয়ের নদীতে ঢেউ জাগছে 
নেশা নেশা, শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা] - ২ বার 

তোমার মত এমন করে 
কে ভালোবাসতে পারে? 
দিনে রাতে ইচ্ছে করে 
রাখি তোমাকে ধরে 
এই দুটি মন ঢেউয়ের মতন
সুখের সাগরে যে ভাসছে 
নেশা নেশা, শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা
নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে
এই বুক থেকে থেকে কাঁপছে 
আহা কি যে ভালো লাগছে 
হৃদয়ের নদীতে ঢেউ জাগছে 
নেশা নেশা, শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা

আ... নয়ন ও দাও না ছেড়ে 
আমি যাবো যে মরে
এই দুষ্টমি, এই পাগলামি 
তোমায় পেলে তো বাড়ে
সুখে পড়ে বারে বারে 
ইচ্ছে করে মন তো হারছে
নেশা নেশা, শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা
হে...নিঃশ্বাস ধীরে ধীরে বাড়ছে
এই বুক থেকে থেকে কাঁপছে 
আহা কি যে ভালো লাগছে 
হৃদয়ের নদীতে ঢেউ জাগছে 
নেশা নেশা, শুধু নেশা, ভালোবাসা ভালোবাসা


🔊 আমার মতামত - মতামত দিতে গেলে বলতে হয় ময়ূরী আর মুনমুন করলেই সব দোষ  শাবনুর করলে কিছু না? গানটিতে শাবনূরকে তো চ্যাটকাতে কোন জায়গায় বাদ দিলোনা। একদম বাসর রাত করে ফেলেছে যেন। সালমান শাহ বেঁচে গেছে এই খারাপ গান হতে যেহেতু এই ছবিতে সালমান শাহ্ চুক্তি বদ্ধ হয়েছিল। শুধু মাত্র লিরিক্সের সংরক্ষণের কথা ভেবে এই পোষ্ট দেয়া অন্য কোন কারন নেই। আপনার মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম