Tomake Dekhar Pore (তোমাকে দেখার পরে) Lyrics

এই পোষ্টে আগুন জ্বলবেই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন কবির বকুল  ও গেয়েছে - সাধনা সরগম এবং কুমার শানু। গানের নাম - তোমাকে দেখার পরে এই জানলাম 

🎧 Song Credits: 
অ্যালবাম - আগুন জ্বলবেই 
গীতিকার কবির বকুল
সুরকার - বাবুল বোস

Tomake Dekhar Pore Song Lyrics 👇

[তোমাকে দেখার পরে এই জানলাম
যাকে মন চেয়েছিলো, তাকেই পেলাম] - ২ বার
চোখে স্বপ্ন ছিলো, শুধু যাকে ঘিরে
অনেক খুঁজার পরে তাকে'ই পেলাম
ও.. তোমাকে দেখার পরে এই জানলাম
যাকে মন চেয়েছিলো, তাকেই পেলাম
চোখে স্বপ্ন ছিলো, শুধু যাকে ঘিরে
ও অনেক খুঁজার পরে তাকেই পেলাম
তোমাকে দেখার পরে এই জানলাম
হে.. যাকে মন চেয়েছিলো, তাকেই পেলাম

এলাম তোমারই মনের ঘরেতে
রেখো গো আমারে আপন করে
ও... এলাম তোমারই মনের ঘরেতে
রেখো গো আমারে আপন করে
ও.. প্রেমের শ্রতে ভেসে, তোমার কুলে এসে
জানি না কখন যে হারিয়ে গেলাম
ও.. তোমাকে দেখার পরে এই জানলাম
যাকে মন চেয়েছিলো, তাকেই পেলাম

[দাও না কথা ওগো হাত দুটি ধরে
রাখবে সুখী করে প্রেমেরই ডোরে] - ২ বার
ও তোমার চোখের ভাষা যার নাম ভালোবাসা  
মনে মনে দু'জনে তা পড়ে যে নিলাম  
ও.. তোমাকে দেখার পরে এই জানলাম
যাকে মন চেয়েছিলো, তাকেই পেলাম
চোখে স্বপ্ন ছিলো, শুধু যাকে ঘিরে
অনেক খুঁজার পরে তাকেই পেলাম
ও..ও..ও..হো..ও..ও..ও..
আ.....আ....আ....


🔊 আমার মতামত - প্রতিযোগিতা না থাকলে শিল্পীরা যে অলস হয়ে যায় তার প্রমান এই গানের অভিনয়। আগে তো অমিত হাসানের অভিনয় খুব ভালো হতো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম