Abar Dujone Dekha Holo (আবার দুজনে দেখা হলো) Song Lyric

এই পোষ্টে দুই জীবন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আবার দুজনে দেখা হলো এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 নাম - আবার দুজনে দেখা হলো

🎧 Song Credits: 
🎵 গান - Abar Dujone Dekha Holo
🎬 অ্যালবাম - দুই জীবন
🎹 সুরকার আলম খান
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন

Abar Dujone Dekha Holo Lyric 👇

[আবার দু'জনে দেখা হলো কথা হলো,
মনে যে হলো একদিন কিছু আশা ছিলোও ও,
একদিন ভালোবাসা ছিলো] - ২ বার 

[অনেক ফাগুণ দ্বারে এসে, 
ফিরে গেছেে অবশেষে] - ২ বার
তুমি ছিলেনা বলে গাথিনি মালা, 
কত যে ফুল ঝরে গেলো মনে যে হলো 
একদিন কিছু আশা ছিলোও ও,
একদিন ভালোবাসা ছিলো
আবার দু'জনে দেখা হলো কথা হলো,
মনে যে হলো একদিন কিছু আশা ছিলোও ও,
একদিন ভালোবাসা ছিলো

[আগের মতই আছি আমি ই ই,
তুমি কি আছো সেই তুমি] - ২ বার 
কাছে এসেছো বলে জীবনে যেন,
হারানো সুখ ধরা দিলো! 
একদিন কিছু আশা ছিলোও ও,
একদিন ভালোবাসা ছিলো
আবার দু'জনে দেখা হলো কথা হলো,
মনে যে হলো একদিন কিছু আশা ছিলোও ও,
একদিন ভালোবাসা ছিলো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম