Amar Chokher Nivlo Bati (আমার চোখের নিভলো বাতি) Lyric

এই পোষ্টে ঝুমুর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার চোখের নিভলো বাতি এবং গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 গানের নাম - আমার চোখের নিভলো বাতি

🎧 Song Credits: 
🎵 গান - Amar Chokher Nivlo Bati
🎬 অ্যালবাম - ঝুমুর
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস
🔊 শিল্পী রুনা লায়লা

Amar Chokher Nivlo Bati Song Lyric 👇

আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
অন্ধকারে কুল হারালাম দুঃখের ও দরিয়ায়
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়

[মনে কত আশা ছিলো সাজাবো বাসর
সুখে দুঃখে পাবো তার ভালোবাসার আদর] - ২ বার
সে কি অপরাধে সবই মিছে হলো-
না ফুটিতে ফুল কেনো ঝড়ে গেলো? 
আজ অ-সময়ের হাল!
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়

[আমি বড় অভাগিনী ব্যাথা নিয়ে বুকে, 
পথে পথে শুধু যে মরি ধুকে ধুকে] - ২ বার
ঝড়ের ও আঘাতে, ভেঙ্গে গেছে স্বপন
দিশাহারা আমি কারে ভাবি আপন
এই নিঠুর দুনিয়ায়... 
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
অন্ধকারে কুল হারালাম দুঃখের ও দরিয়ায়
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম