Amar Mone Jare Chay (আমার মনে যারে চায়) Song Lyric

এই পোষ্টে চাঁপাডাঙ্গার বৌ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার মনে যারে চায় এবং গানটি গেয়েছেন খুরশিদ আলম

🎵 গানের নাম - আমার মনে যারে চায়

🎧 Song Credits: 
🎵 গান - Amar Mone Jare Chay
🎬 অ্যালবাম - চাঁপাডাঙ্গার বৌ
🎶 গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
🎹 সুরকার আনোয়ার পারভেজ
🔊 শিল্পী খুরশিদ আলম

Amar Mone Jare Chay Lyric 👇

আমার মনে যারে চায়, 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায় 

[আমার মনে যারে চায়, 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়] - ২ বার 
লোক নিন্দা পুস্প চন্দন, 
লোক নিন্দা হায়রে,
লোক নিন্দা পুস্প চন্দন কি বা আসে যায়? 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়!

সবাই দেখে রুপের খেলা আমি দেখি মা,
সাত জনমের এমন মায়ের সাধ যে মেটে না
সবাই দেখে রুপের খেলা আমি দেখি মা
পুজারি ফুল হবো আমি,
পুজারি ফুল, পুজারি ফুল হবো আমি সেই মায়েরই পান
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়! 

খুলতে গেলে যায় না খোলা মায়ার এ বাঁধন 
ভুলতে গেলে যায় না ভোলা কাঁদে দু'নয়ন
খুলতে গেলে যায় না খোলা মায়ার এ বাঁধন
আমার বুকের পোষা পাখি,
আমার বুকের, আমার বুকের পোষা পাখি 
মায়েরই গান গায়! 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়
আমার মনে যারে চায়, 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়
লোক নিন্দা পুস্প চন্দন, 
লোক নিন্দা হায়রে,
লোক নিন্দা পুস্প চন্দন কি বা আসে যায়? 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায়!
আমার মনে যারে চায়, 
তারে নি ছাড়িবো আমি লোকেরই কথায় 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম