Amar Nam Sumon (আমার নাম সুমন) Song Lyric

এই পোষ্টে ভালোমানুষ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার নাম সুমন এমন একটা মন এবং গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী

🎵 গানের নাম - আমার নাম সুমন

🎧 Song Credits: 
🎵 গান - Amar Nam Sumon
🎬 অ্যালবাম - ভালোমানুষ
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস
🔊 শিল্পী সৈয়দ আব্দুল হাদী  

Amar Nam Sumon Song Lyric 👇

আমার নাম সুমন, এমন একটা মন
আজো মেলেনি ভালোবাসে নি 
তাই আমি একলা এখন! 
আমার নাম সুমন, এমন একটা মন
আজো মেলেনি ভালোবাসে নি 
তাই আমি একলা এখন

(Oh! No, You are Not Alone)

নেশা নেশা চোখে যেদিকে তাকাই
রুপ রুপ রুপের তীরেতে হারাই
নেশা নেশা চোখে যেদিকে তাকাই
রুপ রুপ রুপের তীরেতে হারাই
বিকি-কিনির হাটে কেউ তো হয় না আপন

(Don't Be Silly Common!)

আমার নাম সুমন, এমন একটা মন
আজো মেলেনি ভালোবাসে নি 
তাই আমি একলা এখন

চেনা চেনা তবু অচেনা যে রয়
প্রেম প্রেম খেলার চলে অভিনয় 
চেনা চেনা তবু অচেনা যে রয়
প্রেম প্রেম খেলার চলে অভিনয় 
ভেবে মরি কারে আমি দেব এই মন

It's me SUMON!

আমার নাম সুমন, এমন একটা মন
আজো মেলেনি ভালোবাসে নি 
তাই আমি একলা এখন
আমার নাম সুমন, এমন একটা মন
আজো মেলেনি ভালোবাসে নি 
তাই আমি একলা এখন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম