Ami Hele Dule Neche Choli (আমি হেলে দুলে নেচে চলি) Song Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই অভিনয় করেছেন শাবনূর এই পোষ্টে নাচনেওয়ালী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমি হেলে দুলে নেচে চলি এবং গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 নাম - আমি হেলে দুলে নেচে চলি

🎧 Song Credits: 
🎵 গান - Ami Hele Dule Neche Choli 
🎬 অ্যালবাম - নাচনেওয়ালী 
🎶 গীতিকার - তোজাম্মেল হক বকুল
🎹 সুরকার আলী আকরাম শুভ
🔊 শিল্পী রুনা লায়লা

Ami Hele Dule Neche Choli Lyric 👇

[আমি হেলে দুলে নেচে চলি
আমি যে এক নাচনেওয়ালী
ও তোমরা দেখো, 
আমি যে এক নাচনেওয়ালী] - ২ বার 

জন্মদিনে সবার মনে তুমি সোনা যাদু
ও মায়ে বাপে তোমার মুখে দেবে মিষ্টি মধু
দু'দিন পরে পরের ঘরে হবে তুমি বধু
এই ধুলামাটির খেলা, খেলে যাবে তোমার বেলা
এই ধুলামাটির খেলা খেলে যাবে তোমার বেলা
একদিন ফুটবে তোমার বিয়ের কলি,
আমি যে এক নাচনেওয়ালী
ও তোমরা দেখো, 
আমি যে এক নাচনেওয়ালী

কান্দো কেনো কথা শোনো ওরে ও সোনার চান
হাই নিয়ম মেনে চলতে হবে তুমি যে মুসুলমান
সবুর করো হলে বড় তুমি হবে দামান
তুমি যাবে শ্বশুর বাড়ি নিবে মিঠাই মিষ্টি হাড়ি
তুমি যাবে শ্বশুর বাড়ি নিবে মিঠাই মিষ্টি হাড়ি
ভালোবাসবে তোমার শালা শালি,
আমি যে এক নাচনেওয়ালী
ও তোমরা দেখো, 
আমি যে এক নাচনেওয়ালী

দামান মিয়া পালকি নিয়া আইছে বিয়া বাড়ী 
ও নিয়া যাইবা নয়া বধু দিয়া নতুন শাড়ী
দেখতে যেন নয়া বধু নতুন রসের হাড়ি
শোন দামান মিয়া সেই হাড়ির খবর নিয়া
আরে শোন দামান মিয়া সেই হাড়ির খবর নিয়া
বাসর ঘরে করবো কোলাকুলি
আমি যে এক নাচনেওয়ালী
ও তোমরা দেখো, 
আমি যে এক নাচনেওয়ালী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম