Ami Tomar Ke Bolona (আমি তোমার কে বলোনা) Song Lyric

এই পোষ্টে হিরো সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমি তোমার কে বলোনা এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর

🎵 গান - আমি তোমার কে বলো না

🎧 Song Credits: 
🎵 গান - Ami Tomar Ke Bolona
🎬 অ্যালবাম - হিরো (Hero)
🎶 গীতিকার - জানা যায়নি 
🎹 সুরকার আলম খান

Ami Tomar Ke Bolona Song Lyrics 👇 

আমি তোমার কে বলোনা, তুমি বলো? 
তুমি বলো?, তুমি বলো?, তুমি বলো?, তুমি বলো?

ও হো ... 
[তুমি যে প্রিয়, তুমি যে হিরো,
তুমি যে চিরসাথী আমারি] - ২ বার 
চোখের কাজলে আছে আঁকা, ছবি শুধু তোমারি
[তুমি যে প্রিয়া তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারি] - ২ বার
মনের কাগজে আছে লেখা, 
নামটি আছে শুধু তোমারি,  তোমারি , তোমারি!

ফুলে ফুলে ছেয়ে আছে দু'জনার পথ 
ভীরু ভীরু পায়ে পায়ে চলো 
চুপি চুপি কিছু কথা বলো 
ঝিরি ঝিরি দোলা লাগে বাতাসের গান 
প্রানে প্রানে বেঁধে বেঁধে রাখো 
কাছে কাছে আরো কাছে ডাকো 
বুকের গভীরে জাগে আশা, ভালো শুধু বাসারি 
তুমি যে প্রিয়া তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারি
তুমি যে প্রিয়, তুমি যে হিরো,
তুমি যে চিরসাথী আমারি

ঝড়ে ঝড়ে পড়ে যেন আকাশের নীল 
নীলিঝিলি রঙে রঙে সাজো;
সুরে সুরে বীনা হয়ে বাজো - 
কেঁপে কেঁপে ওঠে দেখো সাগরের ঢেউ
দূরে দূরে ভেসে ভেসে যাবো 
ধুর ধুর ঠিকানাটা পাবো
হাতের পরশে জাগে নেশা, ভালো শুধু বাসারি 
তুমি যে প্রিয়, তুমি যে হিরো,
তুমি যে চিরসাথী আমারি
চোখের কাজলে আছে আঁকা, ছবি শুধু তোমারি
তুমি যে প্রিয়া তুমি যে মায়া
তুমি যে ছায়া শুধু আমারি
মনের কাগজে আছে লেখা, 
নামটি আছে শুধু তোমারি,  তোমারি , তোমারি!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম