Bhalobasate Eto Kosto Keno (ভালোবাসাতে এত কষ্ট কেন) Lyric

এই পোষ্টে দাদীমা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ভালোবাসাতে এত কষ্ট কেন যে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং মনির খান

🎵 গানের নাম - ভালোবাসাতে এত কষ্ট কেন

🎧 Song Credits: 
🎵 গান - Bhalobasate Eto Kosto Keno
🎬 অ্যালবাম - দাদীমা
🎹 সুরকার আলাউদ্দিন আলী

Bhalobasate Eto Kosto Keno Lyric 👇

ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
কাছে না থাকলে বুকে না রাখলে হয় যেন গো মরণ
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
কাছে না থাকলে বুকে না রাখলে হয় যেন গো মরণ
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন

বিরহের দিনগুলো কেটেছে একা 
শত চেয়ে পাই নি যে তোমারি দেখা
সময়ের ঘড়িটা যাক না থেমে 
ডুবে  থাকি এসো না দু'জনে প্রেমে
সাথে না চললে কথা না বললে শুন্য লাগে যে এ মন... 
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন

আকাশের নীল সারি সাগরে মেশে 
তুমি শুধু থাকবে আমারি পাশে
এ আমার বিশ্বাস নয় ধারনা, 
তুমি শুধু আমারি আর কারো না! 
আমার-ই জন্যে, তোমার-ই জন্যে, তুমি আমার-ই জীবন! 
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
কাছে না থাকলে বুকে না রাখলে হয় যেন গো মরণ

ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন
কাছে না থাকলে বুকে না রাখলে হয় যেন গো মরণ
ভালোবাসাতে এত কষ্ট কেনো যে, আমি জেনেছি এখন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম