Champa Chameli Golaperi Baage (চম্পা চামেলি গোলাপেরই) Lyric

Champa Chameli Golaperi Baage Lyrics

১৯৬৮ তে সুধিন দাসগুপ্তের সুরে উত্তম কুমারের লিপে মান্না দের সেই চির প্রেমের গান - কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি আজও নতুন করে প্রেমে পড়ায়। উত্তম-মান্না জুটি সেই থেকে শুরু আর তারপরে বাকিটা ইতিহাস 

শ্রোতা দর্শকরা তো বটেই সয়ং উত্তম কুমার ও দীর্ঘদিন উত্তম-হেমন্ত জুটির বাহিরে গিয়ে মান্না দের গাওয়া গানে তাঁর লিপ দেয়ার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছিলেন আর তারই ধারাবাহিকতায় Antony Firingee; আবার উত্তম কুমারের লিপে মান্না দে

এই সিনেমাতে অনিল বাগচী অসাধরন সুর করেছিলেন। Abhogi Kanada মত Raag এর সুরকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন যে গানটিতে সেই গানটিও বাংলা সিনেমাতেও রোম্যান্টিক ডুয়েটের প্রথম কয়েকটি গানের তালিকায় থাকবে এবং এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো 

🎵 গান - চম্পা চামেলি গোলাপেরই বাগে

🎧 Song Credits: 
🎵 গান - Duniya Banaiya Allah
🎬 অ্যালবাম - Antony Firingee
🎹 সুরকার - অনিল বাগচী
📌 লেবেল - Angel Bengali Songs

Champa Chameli Golaperi Baage Song Lyric 👇

চম্পা চামেলী গোলাপেরই বাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে
এমনও মাধবী নিশি আসেনি তো আগে
এমনও মাধবী নিশি আসেনি তো আগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে

চাঁপারও আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে
চাঁপারও আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে
পিউ কাঁহা পিউ কাঁহা ভরা অনুরাগে
পিউ কাঁহা পিউ কাঁহা ভরা অনুরাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে

যত কথা প্রানে ছিল গীতি হয়ে যায়
যত কথা প্রানে ছিল গীতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়
কন্ঠে জড়ায়
হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধারও নুপূর বাজে
বাজে বাজে ...
হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধারও নুপূর বাজে
জীবনেরও মধুবনে মধুঋতু জাগে
জীবনেরও মধুবনে মধুঋতু জাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে
চম্পা চামেলী গোলাপেরই বাগে🔊 আমার মতামত - এতগুলো বছর পার করে এসেও এই গানটির মাধুর্য সেই একই রয়ে গেছে। এমন শ্রুতিমধুর গান আজীবন বেঁচে থাকবে ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম