Chokh Sorano Joto Sohoj (চোখ সড়ানো যত সহজ) Song Lyric

এই পোষ্টে না বলোনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - চোখ সড়ানো যত সহজ। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর , শাকিলা জাফর এবং সামিনা চৌধুরী

🎵 নাম - চোখ সড়ানো যত সহজ

🎧 Song Credits: 
🎵 গান - Chokh Sorano Joto Sohoj
🎬 অ্যালবাম - না বলোনা

Chokh Shorano Joto Shohoz Lyric 👇

চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয় 
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয় 
ভালোবেসেও কেন যে এই, 
ভালোবেসেও কেন যে এই দূরে যাবার মিথ্যে অভিনয়
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয়

ভুলের কাঁটায় ফুল ফোটে, ফোটানো যায় না- 
অন্ধ হৃদয় হয়না কারো ভালোবাসার আয়না
ভুলের খেলায় হৃদয়টাকে চায় না কোন অন্ধ
স্বপ্ন গুলো সত্যি হলে থাকে না আর দন্ধ
কাটার ভয়ে, ভুলের ভয়ে ভালোবাসার অন্য পরাজয় 
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয়

অনেক দিনের অনেক আশা নেশা করা দৃষ্টি 
বুকটা জুড়ে খুজছে শুধু সুখে ভেজার বৃষ্টি 
প্রেমের আকাশ হঠাৎ মেঘে ঢাকতে পারে হয়তো
এক পলকের একটু আড়াল চিরদিনের নয়তো 
আকাশটা যার শ্রাবন ঘেরা,
আকাশটা যার শ্রাবন ঘেরা ফাগুনে তার রয়না পরিচয় 
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয়
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয়
ভালোবেসেও কেন যে এই,
ভালোবেসেও কেন যে এই দূরে যাবার মিথ্যে অভিনয়
চোখ সড়ানো যত সহজ মন সড়ানো অত সহজ নয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম