De De Denare (দে দে দেনারে) Song Lyric

এই পোষ্টে মনে পড়ে তোমাকে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - দে দে দেনারে। গানটি গেয়েছেন সামিনা চৌধুরী এবং কুমার বিশ্বজিৎ

🎵 গানের নাম - দে দে দেনারে

🎧 Song Credits: 
🎵 গান - De De Denare
🎬 অ্যালবাম - মনে পড়ে তোমাকে
🎶 গীতিকার কবির বকুল 
🎹 সুরকার শওকত আলী ইমন

De De Denare Song Lyric 👇

দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো....
[মনেতে তোর মন ঢুকাইয়া
প্রেমের সাগরে দেনা ডুবাইয়া,
প্রেমেরি রসে দেনা ভিজাইয়া
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো....] - ২ বার 

ও কথা আমাকে তুই বলিস না
সর্বনাশের আগুন জালিস না
দিস না কলঙ্কের দাগ লাগাইয়া
আজ মন কোন বাঁধা মানবে না
এ কথা আর কেউ জানবে না
দেনা তুই মনের জালা; দেনা মিটাইয়া
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো....

হো যদি কেউ দেখে ফেলে হায় হায়
সেই ভয়েতে আমার প্রান যায় যায়
প্রেমেরি সাধ আমার যাবে মিটিয়া,
যদি না বলিস ভালোবাসি রে,
গলাতে দিবো আমি ফাঁসি রে,
এখনি মরবো নিচে আমি লাফাইয়া
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো....
[মনেতে তোর মন ঢুকাইয়া
প্রেমের সাগরে দেনা ডুবাইয়া,
প্রেমেরি রসে দেনা ভিজাইয়া
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো....] - ২ বার 
দে দে দেনারে, দে দে দেনারে
দে দে দেনারে হো ....

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম