Dekhuk Loke Boluk Loke (দেখুক লোকে বলুক লোকে) Song Lyric

এই পোষ্টে ওয়াদা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - দেখুক লোকে বলুক লোকে এবং গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 গানের নাম - দেখুক লোকে বলুক লোকে

🎧 Song Credits: 
🎵 গান - Dekhuk Loke Boluk Loke
🎬 অ্যালবাম - ওয়াদা
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস
🔊 শিল্পী রুনা লায়লা

Dekhuk Loke Boluk Loke Lyric 👇

দেখুক লোকে বলুক লোকে
আমি করি আমার যা মন চায়
আমি করি আমার যা মন চায়
হইলে খুশি, হইলে ব্যাজার 
বলি আমার তাতে কি আসে যায় 
বলি আমার তাতে কি আসে যায় 
দেখুক লোকে বলুক লোকে
আমি করি আমার যা মন চায়
আমি করি আমার যা মন চায়

তুমি কেমন তরো পুরুষ মানুষ হায়, 
মাইয়া লোকের মন বুঝো না! 
মনের মানুষ তোমার কাছে আছে কেনো 
তারে তুমি আজ খুজো না 
সত্যি কইরা কইতে গেলে হয়
বন্ধু তুমি মানুষ ভালা নয়   
তবু পাগল কইরাছো আমায় 
দেখুক লোকে বলুক লোকে
আমি করি আমার যা মন চায়
আমি করি আমার যা মন চায়

লজ্জা শরম সে তো নারীর ভুষন
জানি পুরুষ মানুষ এমন হয় না
তোমায় দেইখা তাই পাই যে হাসি 
সেও পরানে আমার সয় না
চুপটি কইরা বইসা কেনো রও 
মিষ্টি কইরা একবার শুধু কও
তুমি ভালোবাসো কি আমায়
দেখুক লোকে বলুক লোকে
আমি করি আমার যা মন চায়
আমি করি আমার যা মন চায় 
হইলে খুশি, হইলে ব্যাজার 
বলি আমার তাতে কি আসে যায় 
বলি আমার তাতে কি আসে যায় 
দেখুক লোকে বলুক লোকে
আমি করি আমার যা মন চায়
আমি করি আমার যা মন চায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম