Ei Bhober Hater Rongo Ekdin (এই ভবের হাটের রঙ্গ একদিন) Lyric

এই পোষ্টে মাটির ঘর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - এই ভবের হাটের রঙ্গ একদিন এবং গানটি গেয়েছেন শাম্মী আখতার

🎵 গান - এই ভবের হাটের রঙ্গ একদিন

🎧 Song Credits: 
🎵 গান - Ei Bhober Rongo Ekdin
🎬 অ্যালবাম - মাটির ঘর 

Ei Bhober Rongo Ekdin Song Lyric 👇 

এই ভবের হা'টের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, 
ভাঙবে রসের মেলা
এই ভবের হা'টের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে
ভাঙবে রসের মেলা
তখন যেতে হবে অচীন পুরে,
তখন যেতে হবে অচীন পুরে একেলা একেলা 
যখন ভাঙবে রসের মেলা
এই ভবের হা'টের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে
ভাঙবে রসের মেলা

কতই জনের আসা যাওয়া এই না বাড়ীর ঘাটে 
কারো আবার সারাজনম কুলে বসে কাটে
ওরে কারো আবার সারাজনম কুলে বসে কাটে
ভাইরে পারের কড়ি থাকলে হাতে মন রে...
ভাইরে পারের কড়ি থাকলে হাতে ভাসবে সুখের ভেলা
যখন ভাঙবে রসের মেলা...

রুপ নগরের রুপের নেশা হলো না তোর ভোলা
জানিনা তুই ছেড়ে যাবি রঙের নাগরদোলা
ওরে জানিনা তুই ছেড়ে যাবি রঙের নাগরদোলা
এবার দিন থাকিতে শেষ করে দে মন রে... 
এবার দিন থাকিতে শেষ করে দে কৃপারই খেলা
যখন ভাঙবে রসের মেলা 
এই ভবের হা'টের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে, 
ভাঙবে রসের মেলা
তখন যেতে হবে অচীন পুরে,
তখন যেতে হবে অচীন পুরে একেলা একেলা 
যখন ভাঙবে রসের মেলা
এই ভবের হা'টের রঙ্গ একদিন সাঙ্গ হবে রে
ভাঙবে রসের মেলা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম