Ei Poth Joto Dure (এই পথ যতই দূরে যাক না) Song Lyric

 এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - এই পথ যতই দূরে এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 গানের নাম - এই পথ যতই দূরে যাক না

🎧 Song Credits: 
🎵 গান - Ei Poth Joto Dure
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎹 সুরকার রবিন ঘোষ
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন

Ei Poth Joto Dure Lyric 👇

এই পথ যতই দূরে যাক না
আর ঘুমের আড়াল থাকে থাক না 
তবু আমার এ সুর সে তো জানি
তোমার সুরে জড়িয়ে আছে, জড়িয়ে আছে! 

নীড়ের পাখি আসবে ফিরে, নীড়ে আসবে ফিরে!
তোমারও ঢেউ এসে দো'লা দিবে আমার তীরে
আমার ভুবন তোমার প্রানে স্বরন জাগে 
আমার এ সুর সে তো জানি
তোমার সুরে জড়িয়ে আছে, জড়িয়ে আছে! 

আশার আলো নিভে রবে না ঢাকা, নিভে রবে না ঢাকা
জীবনের রঙছবি এঁকে যাবে আবীর মাখা!
আমার এ মন তোমায় ঘিরে স্বপন রাতে;
আমার এ সুর সে তো জানি
তোমার সুরে জড়িয়ে আছে, জড়িয়ে আছে! 
এই পথ যতই দূরে যাক না
আর ঘুমের আড়াল থাকে থাক না 
তবু আমার এ সুর সে তো জানি
তোমার সুরে জড়িয়ে আছে, জড়িয়ে আছে! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম