Ek Din Dui Din Tin Din (একদিন দুইদিন তিনদিন) Lyric

এই পোষ্টে মহামিলন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - একদিন দুইদিন তিনদিন পর এবং গানটি গেয়েছেন এম এ খালেক এবং সালমা জাহান

🎵 গানের নাম - একদিন দুইদিন তিনদিন

🎧 Song Credits: 
🎵 গান - Ek Din Dui Din Tin Din
🎬 অ্যালবাম - মহামিলন
🔊 শিল্পী - এম এ খালেক / সালমা জাহান 

Ek Din Dui Din Tin Din Por Lyric 👇

লাল্লা লা লা লা লা লা...
লালাল্লা...লা লা লা লা! 
একদিন দুইদিন তিনদিন পর
তোমারি ঘর হবে আমারি ঘর
একদিন দুইদিন তিনদিন পর
আমারি ঘর হবে তোমারি ঘর
[আকাশে আকাশে বাতাসে বাতাসে
এইতো খবর শুধু এইতো খবর] - ২ বার 

[প্রতি রাতে হবে ফুলশয্যা,
ভাবতে লাগে বড় লজ্জা] - ২ বার
দোহাই লাগে সবকিছু কেড়ে নিও না,
কেড়ে নিও না! 
[তুমি যে আমার রাঙা বধূ
তোমার রূপের এই মধু] - ২ বার 
চুপিচুপি সবাই নেব বাঁধা দিও না,
বাঁধা দিও না! 
একদিন দুইদিন তিনদিন পর
তোমারি ঘর হবে আমারি ঘর
আকাশে আকাশে বাতাসে বাতাসে
এইতো খবর শুধু এইতো খবর

শুধু প্রেম শুধু ভালোবাসা একটি সুখেরি বাসা
শুধু প্রেম শুধু ভালোবাসা একটি সুখেরি বাসা
এইতো শুধু আশা আমার এইতো কামনা,
এইতো কামনা! 
[দু'টি নয়নের তুমি জ্যোতি, 
সারাটি জীবনের সাথী] - ২ বার 
আদর সোহাগ ছাড়া আমি কিছুই চাইনা, 
কিছুই চাইনা! 
একদিন দুইদিন তিনদিন পর
আমারি ঘর হবে তোমারি ঘর
একদিন দুইদিন তিনদিন পর
তোমারি ঘর হবে আমারি ঘর
আকাশে আকাশে বাতাসে বাতাসে
এইতো খবর শুধু এইতো খবর
আকাশে আকাশে বাতাসে বাতাসে
এইতো খবর শুধু এইতো খবর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম