Ek Palaker Ektu Dekha (এক পলকে একটু দেখা) Song Lyric

অভিনেতা হিসেবে কিশোর কুমার ছিলেন অসাধারণ। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার অভিনীত সবগুলো সিনেমা ই ব্যবসা সফল প্রায়।  লুকোচুরি সিনেমা ও সেগুলোর মধ্যে  অন্যতম

কিশোর কুমারের ছেলে অমিত কুমারের মতে লুকোচুরি সিনেমা সে সময়ে হিট হয়েছে ছিলো এবং এই সিনেমা থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি বম্বেতে একটা বাংলো কিনেছিলেন এবং এর নাম দিয়েছিলেন - গুরু কুঞ্জ। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - এক পলকে একটু দেখা

🎵 গান - এক পলকে একটু দেখা

🎧 Song Credits: 
🎵 গান - Ek Palaker Ektu Dekha
🎬 অ্যালবাম - লুকোচুরি 
📌 লেবেল - Saregama Bengali

Ek Palaker Ektu Dekha Song Lyric 👇

এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
ওগো সাড়া দিতে
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?

হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে
হয়গো ভালো হয়
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে
হয়গো ভালো হয়
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
শুধু ইশারাতে
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?


🔊 আমার মতামত - অসাধারণ গান মানুষের মনে যুগ যুগ ধরে ছুঁয়ে যাবে। শুনলে মনে হয় কিশোর কুমারের সত্যি অমর শিল্পী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম