Gane Bhuban Bhoriye Debe (গানে ভুবন ভরিয়ে দেবে) Song Lyric

Gaane Bhuban Bhoriye Debe

প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গোপন যন্ত্রণা থাকে, পৃথিবীর খবর রাখে না। হারানোর যন্ত্রণা থেকে পালানো বলতে গেলে এক প্রকার অসম্ভব। হ্যাঁ! সেই ব্যথা নিয়েই কিভাবে চলতে হয়, জীবন সেটা কোনো না কোনো সময় ঠিক বুঝিয়ে দেয়। 

সময়ের সাথে সাথে বুঝে যায়, অকারনে বেশি কাজকর্ম করে বা নিজেকে অকারনে বেশি ব্যস্ত রেখে, যন্ত্রণা ভোলার চেষ্টার কোন মানেই হয়না তাতে বরং কষ্ট আর জীবনের জটিলতা আরো বেড়ে যায়

কষ্ট যখন আসে তাকে জোর করে অবহেলা না করে তাকে তার নিজের মতোই চলতে দেওয়া উচিত যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপনের সঙ্গে। খুব তাড়াতাড়ি কষ্ট কাউকে ছেড়ে যায়না এবং সেটা মেনে নিতে হয়

🎵 গান - গানে ভুবন ভরিয়ে দেবে

🎧 Song Credits: 
🎵 গান - Gane Bhuban Bhoriye Debe
🎬 অ্যালবাম - দেয়া নেয়া 
🎹 সুরকার শ্যামল মিত্র 
🔊 শিল্পী শ্যামল মিত্র
📌 লেবেল - Angel Bengali Songs

Gane Bhuban Bhoriye Debe Song Lyric 👇

গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিলো একটি পাখি (২ বার)
হঠাৎ বুকে বিঁধলো যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি (২ বার)

তাই গান শোনাতে হায়কণ্ঠ কেঁপে যায় (২ বার)
তারে হাসিমুখে যেতে দাও, শেষবার শুনে নাও
মনে রেখ, মনে রেখো তার এই শেষ গান
 
যার গান শুনে একদিন কণ্ঠে পড়ালে মালা
আজ তোমাদের সভা হতে, তার বিদায় নেবার পালা
ঝরে কত তারা আলোকে, মনে রাখে বলো কে? (২ বার)
ছিলো কত সুর, বুকে তার জানিবে না কেহ আর 
মনে রেখ, মনে রেখো তার এই শেষ গান!


আরো দেখুন -
🔊 আমার মতামত - গানের লিরিক্স, ভাষা, শব্দ চয়ন গুনের পরিচয় দেয়, আমি আর আমার জেনারেশন এর কথা বলে এই কালজয়ী সৃষ্টি কে ছোটো করবো না আর হ্যা শুধু উত্তম কুমার আর শ্যামল মিত্রকে মনে রাখলেই হবে না গৌরীপ্রসন্ন মজুমদারকে ভুলে যাবেন না কেউ। এই সুন্দর গানটির লেখক তিনি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম