Ghum Ghum Chokhe (ঘুম ঘুম চোখে) Song Lyric

ভালোবাসার কোনো শেষ নেই কোনো দিন শেষ হয়ও না মনের মণিকোঠায় অনন্তকাল বিরাজমান থাকে। এই পোষ্টে সে রকমই একটা ভালোবাসার লিক্সির শেয়ার করবো

🎵 গান - ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে

🎧 Song Credits: 
🎵 গান - Ghum Ghum Chokhe
🎶 গীতিকার - জামাল হোসাইন 
🎹 সুরকার ইমরান মাহমুদুল
🔊 শিল্পী ইমরান মাহমুদুল
📌 লেবেল - Rangon Music

Ghum Ghum Chokhe Song Lyrics 👇

ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে; বোঝাতে পারিনা!
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারি না
[তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা] - ২ বার 
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে; বোঝাতে পারিনা!
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারি না

[মন ছুটে গেলে তোকে না পেলে 
কিছুই লাগে না ভালো;
এ আমার কি যে হলো] - ২ বার
মন পড়ে রয় তোরই মাঝে
কেনো তা জানিন না... 
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে; বোঝাতে পারিনা!
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারি না

ও হো... ও...লালা...

[ঝুম বৃষ্টি এলে তোর ছবিটা দোলে 
মনেরই দেয়ালে রাখি খুব খেয়ালে] - ২ বার
মরে যাবো তোর এক ইশারায় 
বলে শুধু দেখনা!
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে; বোঝাতে পারিনা!
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারি না

ও হো... ও...লালা...🔊 আমার মতামত - দুর্দান্ত কথা গুলো। আর গায়কী টা অসাধারণ। শ্রদ্ধায় মাথা নুয়ে যায়, কি অসাধারণ উনার গলার কাজ আর গানের লোহরী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম