Ghungrure Tui Rumu Jhumu Bajre (ঘুঙ্গু রে তুই রুম ঝুম) Lyric

এই পোষ্টে ফকির মজনু শাহ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ঘুঙ্গরা রে তুই রুম ঝুমু বাজরে এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 গানের নাম - ঘুঙ্গরা রে তুই রুম ঝুম

🎧 Song Credits: 
🎵 গান - Ghungrure Tui Rumu Jhumu Bajre
🎬 অ্যালবাম - ফকির মজনু শাহ

Ghungrure Tui Rumu Jhumu Bajre Lyric 👇

ঘুঙ্গরা রে,
ঘুঙ্গরা রে তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 
ঘুঙ্গরা রে তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম
ও পাগল করে দে রে নইলে হবে রে বদনাম 
ঘুঙ্গরা রে তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম

চাইনা আমি সোনা দানা চাই রে আশিক তর রাঙা 
রুপ আগুনে পুড়ে গেলে এই তো আমার নাজরানা 
চাইনা আমি সোনা দানা চাই রে আশিক তর রাঙা 
রুপ আগুনে পুড়ে গেলে এই তো আমার নাজরানা
মনের দাবী মনটা আজ হবে রে নিলাম!
ঘুঙ্গরা রে, তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 
ও পাগল করে দে রে নইলে হবে রে বদনাম 
ঘুঙ্গরা রে, তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 

নেশা তো নয় রঙিন পানি এসবের জ্বয়ানি 
জলসা ঘরের হলাম আমি একটি বাতির নাজরানি
কথা ভুলার সুধা এনে সবাইকে দিলাম 
ঘুঙ্গরা রে, তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 
ঘুঙ্গরা রে, তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 
ও পাগল করে দে রে নইলে হবে রে বদনাম 
ঘুঙ্গরা রে, তুই রুম ঝুম বাজরে পাবি রে নাম 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম