Jetuku Somoy (যেটুকু সময় তুমি থাকো কাছে) Song Lyric

এই পোষ্টে ফায়ার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - যেটুকু সময় তুমি থাকো কাছে এবং গানটি গেয়েছেন কনক চাঁপা এবং এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - যেটুকু সময় তুমি থাকো কাছে

🎧 Song Credits: 
🎵 গান - Jetuku Somoy Tumi Thako
🎬 অ্যালবাম - ফায়ার

Jetuku Somoy Tumi Thako Lyric 👇

যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রান আছে
[বাকিটা সময় যেন মরন আমার
এই না হৃদয় জুড়ে নেমে আসে] - ২ বার

যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রান আছে
[বাকিটা সময় যেন মরন আমার
এই না হৃদয় জুড়ে নেমে আসে] - ২ বার

[তোমার ভালোবাসা বুকে, যেন নিঃশ্বাস হয়ে আছে
আমি ঋনী চিরদিনি, তাই তোমারি যে কাছে] - ২ বার 
দু'টি হাতে হাত রেখে থেকো গো পাশে
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রান আছে
[বাকিটা সময় যেন মরন আমার
এই না হৃদয় জুড়ে নেমে আসে] - ২ বার

[তোমার ভালোবাসা যেন দু'টি নয়নের-ই আলো
আমার অন্তর আত্মা তুমি, তোমায় বাসি এতো ভালো] - ২ বার 
শয়নেতে স্বপনেতে মুখটি ভাসে
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রান আছে
[বাকিটা সময় যেন মরন আমার
এই না হৃদয় জুড়ে নেমে আসে] - ২ বার

যেটুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রান আছে
[বাকিটা সময় যেন মরন আমার
এই না হৃদয় জুড়ে নেমে আসে] - ২ বার
লালা লা লা লা…
হুম হুম হুম…

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম