Kache Esho Aro Kache (কাছে এসো আরও কাছে) Song Lyric

এই পোষ্টে জীবন সংগীত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - কাছে এসো আরও কাছে এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 গান - কাছে এসো আরও কাছে

🎧 Song Credits: 
🎵 গান - Kache Esho Aro Kache
🎬 অ্যালবাম - জীবন সংগীত

Kache Esho Aro Kache Song Lyric 👇 

[কাছে এসো আরও কাছে,
কাছে এসো আরও কাছে হাতখানি রাখো হাতে 
ভালো লাগে, নেশা জাগে-
ভালো লাগে, নেশা জাগে পিয়াসী আঁখি পাতে] - ২ বার 

[অলির ও ফাগুনে কমলার আগুনে,
হিয়া যে কাঁপে থর থর! 
চোরাগলি পথে এলে রসিক ভ্রমর] - ২ বার 
এ মধু দেবো না, না!
বাসনা নেবো না, না! 
এ মধু দেবো না, বাসনা নেবো না
দেবো না নেবো না উতলা হবো না 
মন দেয়া নেয়া খেলা যে! 
কাছে এসো আরও কাছে,
কাছে এসো আরও কাছে হাতখানি রাখো হাতে 
ভালো লাগে, নেশা জাগে-
ভালো লাগে, নেশা জাগে পিয়াসী আঁখি পাতে

[চঞ্চল ও বাতাসে গোপন ও আভাসে
কি কথা বলে বারেবার -
লগ্ন ফুরিয়ে গেলে আসে না আর] 
এসো না দু'জনে এই, এ মধু কু'জনে এই  
এসো না দু'জনে, এ মধু কু'জনে-
দু'জনে-কু'জনে গোপনে দু'জনে মিটে রই সারাবেলাতে
কাছে এসো আরও কাছে,
কাছে এসো আরও কাছে হাতখানি রাখো হাতে 
ভালো লাগে, নেশা জাগে-
ভালো লাগে, নেশা জাগে পিয়াসী আঁখি পাতে
কাছে এসো আরও কাছে
কাছে এসো আরও কাছে... 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম