Khoda Tor Manush Gelo Koi (খোদা তোর মানুষ গেলো কই) Song Lyric

এই পোষ্টে ফকির মজনু শাহ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - খোদা তোর মানুষ গেলো কই এবং গানটি গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ

🎵 নাম - খোদা তোর মানুষ গেলো কই

🎧 Song Credits: 
🎵 গান - Khoda Tor Manush Gelo Koi
🎬 অ্যালবাম - ফকির মজনু শাহ

Khoda Tor Manush Gelo Koi Lyric 👇

খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?
জন্মকালের ইচ্ছা কেনো কর্মে পাতে থই 
খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?

তুই দেখার জন্যে ভালো মন্দ 
সেই চোখ থাকতে দুনিয়াতে সবাই অন্ধ
ধর্মে বর্ণে এই ভেদাভেদ, ধর্মে কর্মে এই বিঁধি 
মানব ধর্মের এই অপমাঙ্কেমন করে সই
খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?
জন্মকালের ইচ্ছা কেনো কর্মে পাতে থই 
খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?

রাজ দন্ড অত্যাচারীর হাতে থাকে
চিরদিনি ভাঙ্গে প্রজার ভাগ্যটাকে
শক্তি দম্ভের এই অবিচার বন্ধ হবে কবে যে আর
রাজার সর্গ খর্গ করার, রাজার রাজা! 
খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?
জন্মকালের ইচ্ছা কেনো কর্মে পাতে থই 
খোদা তোর মানুষ গেলো কই?
মানুষ পাঠাইলি, খোদা তোর মানুষ গেলো কই?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম