Ki Kore Bojhai Toder (কি করে বোঝাই তোদের) Song Lyric

হেমন্ত মুখোপাধ্যায় অনেক আধুনিক প্রেমের গান গেয়েছেন এবং সুর ও করেছেন সে সব গানে আর সেই সুরের উৎস রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর কথার সাথে সুরের যে মিলন হলে একটি পরিপুর্ন গান তৈরি হয় তা তিনি বুঝেছেন 

এর ফলে সুর তৈরির সময় গানের কথা নিয়ে যেমন ভেবেছেন তেমন যদি সিনেমার গান হয় তবে যে চরিত্র এবং যে অভিনেতা লিপ মেলাবেন তাঁর কথাও ভেবেছেন। সুর করার ক্ষেত্রে সেভাবেই ইম্প্রোভাইজ করেছেন ফলে চরিত্রের সাথে মানান সই হয়েছে গান

Proxy সিনেমাতে অভিনেতা রঞ্জিত মল্লিকের লিপে সেই সুপারহিট গানের গলা মিলিয়েছিলেন কিশোর কুমার। ভাবতেই অবাক লাগে যিনি শাপ মোচনের মত ওরকম সিরিয়াস মিউজিক করতে পারেন তিনি কিনা এরকম মজার গানের মিউজিক ও কম্পোজ করছেন যেন অন্য এক দক্ষতায় আর এখানেই কম্পোজার হেমন্ত মুখোপাধ্যায় অনেকের থেকে এগিয়ে

🎵 গান - কি করে বোঝাই তোদের

🎧 Song Credits: 
🎵 গান -  Ki Kore Bojhai Toder 
🎬 অ্যালবাম - Proxy 1977
📌 লেবেল - S.G. Entertainment

Ki Kore Bojhai Toder Song Lyric 👇

ওরে ওরে ওরে
ওরে ওরে বাঁচা বাঁচা
কী মুশকিল মে পড়্ গয়া প্রভু
হি হি হি হি হি...
কী করে বোঝাই?
কী করে বোঝাই তোদের
গানেরই গ জানিনা
হা আ ছেড়ে দে রে কেঁদে বাঁচি
বেসুরো সুর মানিনা।
ওরে চাস কি পাগল
হয়ে যাই গো রাঁচি
ওমা ওমা ওমা বাঁচা বাঁচা
আই ও ও ওড ড়েহী
বিড় বিড়ি বিড়ি বি
বিড় বিড়ি বিড়ি বি

সারি সারি গাছ,কচি কচি পাতা
কাঠ ফাটা রোদ,আরে ধুত্তেরি ছাতা
সারি সারি গাছ কচি কচি পাতা
কাঠ ফাটা রোদ ধুত্তেরি ছাতা
এ্যাঁকা ব্যাঁকা পথ নাকে কানে খত
গরু (উম) ভেড়া (ব) মোষ (অ)
গরু ভেড়া মোষ কপালেরই দোষ 
কী করে বোঝাই তোদের
গানেরই গ জানিনা
হা হায় ছেড়ে দে'রে কেঁদে বাঁচি
বেসুরো সুর মানিনা।

(কা! কা!) কালো কালো কাক
খ্যাঁদা বোঁচা নাক
হাওয়া ফুরফুর বুক দুরদুর
কালো কালো কাক
খ্যাঁদা বোঁচা নাক
হাওয়া ফুরফুর বুক দুরদুর
টক নুন ঝাল নেই সুর তাল।
লুচির উপর পড়ে ডাল
বামুন নাচে তালে তাল
দে দই দে দই পাতে
ওরে ব্যাটা হাঁড়ি হাতে
লুচির উপর পড়ে ডাল
বামুন নাচে তালে তাল
দে দই দে দই পাতে
ওরে ব্যাটা হাঁড়ি হাতে
হাতে হাতে তারপর তারপর
কী গা হ্যাঁ গা হ্যাঁ গা
গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ
আই ও ও ওড ড়েহী
বিড় বিড়ি বিড়ি বি
বিড় বিড়ি বিড়ি বি।

বোকা বোকা লোক ড্যাবড্যাবে চোখ 
প্রাণ আইঢাই মরে গেছি ভাই
বোকা বোকা লোক ড্যাবড্যাবে চোখ 
প্রাণ আইঢাই মরে গেছি ভাই
রেগে আমি টং সেজেছি যে সঙ
সিং পংপং কিং কংকং অ্যাঁও অ্যাঁ।
কী করে বোঝাই তোদের? 
গানেরই গ জানিনা।
হা হা এ'কী হলো এ'কী হলো ?
আর মেনেজ চলতে পারছিনা
আ আ হারানো সুর দে !
কী করে বোঝাই তোদের?
গানেরই গ জানিনা।
আ আ ছেড়ে দে রে কেঁদে বাঁচি
বেসুরো সুর মানিনা।
আই ও ও ওড ড়েহী
বিড় বিড়ি বিড়ি বি
বিড় বিড়ি বিড়ি বি 


আরো দেখুন 👇

🔊 আমার মতামত - সবথেকে বড় কথা বাধ্য হয়ে অবস্থার চাপে পড়ে একটা গান না জানা লোক গান গাইলে তাঁর যে অসহায় অবস্থা হয়, এই গানের মাধ্যমে কিশোর কুমার যে দক্ষতায় বুঝিয়েছেন এ কারোর পক্ষেই সম্ভব নয়

ক্লাসিক্যাল গান জানা লোক রা এই গান পারবে না, যেহেতু কিশোর কুমারের কোনো প্রথাগত গানের শিক্ষা ছিল না, তাই তিনি এই ছক ভাঙা গান টা এতটা নিখুঁত করতে পেরেছিলেন। এই ছবির সংগীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমারের দক্ষতা নিয়ে এতটাই ওয়াকিবহাল ছিলেন যে ছবিতে রঞ্জিত মল্লিকের ডাবল রোলের যে চরিত্র টা গানের কিছুই জানতো না তাঁর লিপে কিশোর কুমারের এই গানটা রেখেছিলেন ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম