Ki Kotha Je Likhi (কি কথা যে লিখি কি নামে যে ডাকি) Song Lyric

এই পোষ্টে না বলোনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কি কথা যে লিখি। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং শাকিলা জাফর

🎵  নাম - কি কথা যে লিখি কি নামে যে ডাকি

🎧 Song Credits: 
🎵 গান - Ki Kotha Je Likhi
🎬 অ্যালবাম - না বলোনা

Ki Kotha Je Likhi Song Lyric 👇

কি কথা যে লিখি, কি নামে যে ডাকি
কি ছবি তোমার, দুটি চোখে আঁকি

কি কথা যে লিখি, কি নামে যে ডাকি
কি ছবি তোমার, দুটি চোখে আঁকি
কি কথা যে লিখি, কি নামে যে ডাকি
কি ছবি তোমার, দুটি চোখে আঁকি
তুমি বলে দাও, তুমি বলে দাও!
তুমি বলে দাও, তুমি বলে দাও

এ চিঠি আমার নয় চিঠি নয়
তোমার প্রেমের-ই সঞ্চয়  
এ চিঠি আমার নয় চিঠি নয়
তোমার প্রেমের-ই সঞ্চয়  
তোমাকে দিয়ে সুখী হতে চাই
তোমাকে দিয়ে সুখী হতে চাই
তুমি যদি চাও, তুমি যদি চাও
তুমি যদি চাও, তুমি যদি চাও
[কি কথা যে লিখি, কি নামে যে ডাকি 
কি ছবি তোমার দুটি চোখে আঁকি] - ২ বার 
তুমি বলে দাও, তুমি বলে দাও

দু'টি জীবনের এই খেলাঘড়,
ভালোবাসাতে হয় সুন্দর! 
দু'টি জীবনের এই খেলাঘড়,
ভালোবাসাতে হয় সুন্দর! 
ভালোবেসে তাই আমাকে তোমার
ভালোবেসে তাই আমাকে তোমার
বুকে এঁকে নাও, বুকে এঁকে নাও
বুকে এঁকে নাও, বুকে এঁকে নাও
[কি কথা যে লিখি, কি নামে যে ডাকি 
কি ছবি তোমার দুটি চোখে আঁকি] - ২ বার 
তুমি বলে দাও, তুমি বলে দাও
তুমি বলে দাও, তুমি বলে দাও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম