Kono Ek Gayer Bodhur Kotha (কোনো এক গাঁয়ের বঁধুর কথা) Lyric

Ganyer Badhu


শ্যামল মিত্রের নৈহাটির বাড়িতে প্রায় সময়ই তাঁর বন্ধু-বান্ধবরা চলে আসতো। তাঁদের মাঝে কেউ সিনেমা জগতের লোকজন আবার কেউ হয়তো গানের জগতের। একদিনের ঘটনা বলি - রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমোতে গিয়েছেন। গভীর রাত হঠাৎ ঘুম ভেঙে গেলো একজনের! 

সেই একজন চোখে মুখে অস্থিরতা নিয়ে চলে গেলেন শ্যামল মিত্রের কাছে। কি ব্যাপার? ছেলেটি বললো একটা নতুন গান মাথায় এসেছে এবং সে ঘুমের মাঝেই সেই গানের একটা অংশও সুর করে ফেলেছেন। গানটা একবার শুনবি? ঘুমের বারোটা বাজিয়ে দুই বন্ধু মিলে শুরু করলো গান তৈরি করার খেলা

গানটির নাম ছিলো - গাঁয়ের বধূ আর এই গানের সূর যার মাথায় এসেছিলো অর্থাৎ সেই ছেলেটার নাম ছিলো সলিল চৌধুরী। আজকের এই পোষ্টে আমি শেয়ার করবো সলিল চৌধুরীর একটা গানের লিরিক্স যার নাম - কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই

🎵 গান - কোনো এক গাঁয়ের বঁধুর কথা

🎧 Song Credits: 
🎵 গান - Kono Ek Gayer Bodhur Kotha
🎬 অ্যালবাম - Legend - Hemanta Mukherjee - 1
🎶 গীতিকার সলিল চৌধুরী 
🎹 সুরকার সলিল চৌধুরী 
📌 লেবেল - Saregama Bengali

Kono Ek Gayer Bodhur Kotha Song Lyrics 👇

কোনো এক গাঁ'য়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো!
রূপকথা নয়, সে নয়! 
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা
শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। 
কোনো এক গাঁ'য়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো!
রূপকথা নয়, সে নয়
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা
শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো।

একটু খানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত
দেখা দিতো ধানের শীষের ইশারাতে
দিবাশেষে কিষাণ যখন আসতো ফিরে
ঘি মৌ মৌ আম-কাঁঠালের পিঁড়িটিতে বসতো তখন
সবখানি মন উজাড় করে দিত তারে কিষাণী
সেই কাহিনী শোনাই, শোনো। 

ঘুঘু ডাকা, ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে
শ্রান্তজনে হাত-ছানিতে ডাকতো কাছে আদর করে, সোহাগ ভরে।  
নীল শালুকে দোলন দিয়ে রংফানুসে ভেসে
ঘুমপরি সে ঘুম পাড়াত এসে কখন জাদু করে
ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে
নীল শালুকে দোলন দিয়ে রংফানুসে ভেসে
ঘুমপরি সে ঘুম পাড়াত এসে কখন জাদু করে
ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে
আকাশ-বাতাসে সেথায় ছিল, পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ (২ বার)
সেখানে ১২ মা'সে ১৩ পাবন আষাঢ়-শ্রাবণ কি বৈশাখে!
গাঁয়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিতো
গোলা সবার ঘরে ঘরে
হায় রে কখন এলো শমন অনাহারের বেশেতে
সেই কাহিনী শোনাই, শোনো। 

কোনো এক গাঁ'য়ের বধূর কথা তোমায় শোনাই, শোনো!
রূপকথা নয়, সে নয়! 
জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা
শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো


আরো দেখুন - 👇

🔊 আমার মতামত - এই সব শিল্পীরা অমর তবু এঁদের জন্য আমাদের কাঁদতে হয়। মন্বন্তরকে নিয়ে লেখা এক বিশেষ গান। অসাধারণ গায়কী হেমন্তবাবুর ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম