Ma Amar Sadh Na Mitilo (মা আমার সাধ না মিটিলো) Song Lyric

এই পোষ্টে চাঁপাডাঙ্গার বৌ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - মা আমার সাধ না মিটিলো এবং গানটি গেয়েছেন খুরশিদ আলম

🎵 গানের নাম - মা আমার সাধ না মিটিলো

🎧 Song Credits: 
🎵 গান - Ma Amar Sadh Na Mitilo
🎬 অ্যালবাম - চাঁপাডাঙ্গার বৌ
🎶 গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
🎹 সুরকার আনোয়ার পারভেজ
🔊 শিল্পী খুরশিদ আলম

 Ma Amar Sadh Na Mitilo Lyric 👇

[আমার সাধ না মিটিলো আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা] - ২ বার 
জনমের শোক ডাকি গো মা তোরে,
কোলে তুলে নিতে আয় মা
সকলই ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিলো আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা। 

[পৃথিবীর কেউ ভালো তো বাসে না
এ পৃথিবী ভালো বাসিতে জানে না] - ২ বার 
যেথা আছে শুধু ভালোবাসা-বাসি,
সেথা যেতে প্রাণ চায় মা
সকলই ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিলো আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা। 

[বড় দাগা পেয়ে বাসনা তেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি] - ২ বার 
অনেক কেঁদেছি, কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙে যায় মা
সকলই ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিলো আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা। 
জনমের শোক ডাকি গো মা তোরে,
কোলে তুলে নিতে আয় মা
সকলই ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিলো আশা না পুরিলো,
সকলই ফুরায়ে যায় মা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম