Monero Ronge Rangabo (মনেরও রঙে রাঙাবো) Song Lyric

এই পোষ্টে মাসুদ রানা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - মনেরও রঙে রাঙাবো  এবং গানটি গেয়েছেন সেলিনা আজাদ

🎵 গানের নাম - মনেরও রঙে রাঙাবো

🎧 Song Credits: 
🎵 গান - Monero Ronge Rangabo
🎬 অ্যালবাম - মাসুদ রানা
🎶 গীতিকার আজাদ রহমান
🎹 সুরকার আজাদ রহমান
🔊 শিল্পী - সেলিনা আজাদ

Monero Ronge Rangabo Lyric 👇

মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো
মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো
সাগর, পাহাড়, সাগর, পাহাড়;
সবাই যে কইবে কথা! 
মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো

আকাশে, বাতাসে জাগবে প্রানেরও কাঁপন,
বনেতে, মনেতে, লাগবে মধুরও লগন!
ফুলেরা হাসবে, ভ্রমর আসবে,
সুরেতে গাইবে তরুলতা! 
পাষাণেরও প্রান জাগাবো, প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো

আমি তো রবো না চিরদিন, রবে না এই ক্ষণ; 
হারানো, স্মৃতিটি, ছবিতে রবে গো তখন 
যখনি দেখবে, আমারি ছবি-
মনেতে পড়বে কত কথা!! 
তুলিরও ছোয়ায় এঁকে যাবো 
ভাবনা গুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো
সাগর, পাহাড়, সাগর, পাহাড়;
সবাই যে কইবে কথা! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম