Omon Koira Koio na (অমন কইরা কইওনা বন্ধু) Song Lyric

এই পোষ্টে মাটির ঘর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - অমন কইরা কইওনা বন্ধু এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং খন্দকার ফারুক আহমদ

🎵 গান - অমন কইরা কইওনা বন্ধু

🎧 Song Credits: 
🎵 গান - Omon Koira Koio na
🎬 অ্যালবাম - মাটির ঘর 
🎶 গীতিকার - সঞ্জিত আচার্য্য
🎹 সুরকার সত্য সাহা

Omon Koira Koio na Song Lyric 👇 

অমন কইরা কইওনা বন্ধু
অমন কইরা কইওনা আমি অবলা নারী
ছাইড়া দাও মোর শাড়ির আঁচল 
লজ্জাতে যাই মরি রে লজ্জাতে যাই মরি
আমার ঘরে কবে যাইবা; 
আমার ঘরে কবে যাইবা কওনা সত্য করি
ঘোমটা দিয়া বউ সাজিয়া পইড়া একখান লাল শাড়ী 
পইড়া লাল শাড়ী! 
অমন কইরা কইওনা বন্ধু
অমন কইরা কইওনা... 

নৌকার সুন্দর মাঝি বন্ধু চাঁদের সুন্দর তারা
বয়স কালে সখী সুন্দর পতীর সংগে জোড়া
পানি ছাড়া মাছ বাচে না শিকড় ছাড়া গাছ
তোমার আমার মিলন হইব সামনের ফাগুণ মাস 
নজরের ও তীর মাইরা,
নজরের ও তীর মাইরা কইরাছো যে মন চুরি 
লজ্জাতে যাই মরি
আমার ঘরে কবে যাইবা; 
আমার ঘরে কবে যাইবা। 

আশা দিয়া আর কতদিন ঘুরাইবা আমারে
তোমার কথা মনে হইলে রইতে নাই ঘরে
ফুল যদি হইতা বন্ধু গাইথা গলায় দিতাম
যদি তুমি শাড়ী হইতা পইড়া অঙ্গ জুড়াইতাম
প্রেম শিখাইলাম মনটা দিলাম,
প্রেম শিখাইলাম মনটা দিলাম কইরো আর দেরী রে
পইড়ো লাল শাড়ী!
অমন কইরা কইওনা বন্ধু
অমন কইরা কইওনা আমি অবলা নারী
ছাইড়া দাও মোর শাড়ির আঁচল 
লজ্জাতে যাই মরি রে লজ্জাতে যাই মরি
আমার ঘরে কবে যাইবা; 
আমার ঘরে কবে যাইবা কওনা সত্য করি
ঘোমটা দিয়া বউ সাজিয়া পইড়া একখান লাল শাড়ী 
পইড়া লাল শাড়ী! 
লজ্জাতে যাই মরি রে লজ্জাতে যাই মরি
 লজ্জাতে যাই মরি! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম