Peech Dhala Ei Pothtare (পীচ ঢালা এই পথটারে) Song Lyric

এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - পীচ ঢালা এই পথটারে এবং গানটি গেয়েছেন আব্দুল জব্বার

🎵 গানের নাম - পীচ ঢালা এই পথটারে

🎧 Song Credits: 
🎵 গান - Peech Dhala Ei Pothtare
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎹 সুরকার রবিন ঘোষ
🔊 শিল্পী আব্দুল জব্বার

Peech Dhala Ei Pothtare Lyric 👇

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি
(লাল লা লা লা লা... লালা...লালা লা লা)

সারি সারি জনতার এই যে ভীড়ে, 
কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে! 
তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই
এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই
(যায় দিন রাত যায় এমনি করে
অলিগলি রাজ-পথ ঘুরে ঘুরে)
পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি

ছোট ছোট মানুষের অন্ন কেড়ে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই আরে নাই যে কোন ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই।
৯যায় দিন রাত যায় এমনি করে
অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে)
পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি
(লাল লা লা লা লা... লালা...লালা লা লা)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম