Phooler Gandher Mato (ফুলের গন্ধর মতো তোমায়) Song Lyric

Phooler Gandher Mato Lyric

শোনা যায় - অল্প বয়সে বিয়ে, সন্তান, সংসারে একমাত্র রোজগেরে হওয়ার চাপ তার উপর সাংসারিক অশান্তি সবটা নিয়ে টেনশনে থাকতে সেই সময়ের টলিউডি অভিনেত্রী মহুয়া রায়চৌধুর। কিন্তু যে'হেতু তিনি ছিলেন ভালো অভিনেত্রী তাই শুটিং শুরু হলেই ডুবে যেতেন তার চরিত্রে 

প্রতিটি শটে নিজেকে এমন ভাবে তুলে ধরতেন যে মহুয়ার সংগে স্ক্রিন শেয়ার করতে ভয় পেতেন নামিদামী অভিনেতারাও অথচ তাপস পালের সাথে প্রথম সিনেমা নবাগত তাপস পাল কি অসম্ভব ভালো সেই সিনেমাতে অভিনয় করেছিলেন সেটা দাদার কীর্তি দেখলেই বুঝা যায়। অবশ্য এটা বলতে হবে যে - মহুয়া রায়চৌধুরী ভীষন কো-অপারেট করতেন তার কো-স্টারদের সাথে

🎵 গান - ফুলের গন্ধর মতো তোমায়

🎧 Song Credits: 
🎵 গান - Phooler Gandher Mato 
🎬 অ্যালবাম - Ashirbad
📌 লেবেল - Angel Bengali Songs

Phooler Gandher Mato Song Lyric 👇

ফুলের গন্ধর মতো তোমায় ভরিয়ে আমি রাখবো
গাছের লতার মতো তোমায় জরিয়ে আমি থাকবো 
ফুলের গন্ধর মতো তোমায় ভরিয়ে আমি রাখবো
গাছের লতার মতো তোমায় জরিয়ে আমি থাকবো 
আমি আছি, শুধু তোমারই তো আছি 

চোখে যদি নাই পাও খুজে, আছি তবু নিও; তুমি বুঝে!
চোখে যদি নাই পাও খুজে, আছি তবু নিও; তুমি বুঝে!  
আকাশের তারা জেলে, আঁধার সরিয়ে আমি রাখবো
আমি আছি, শুধু তোমারই তো আছি 

কি করে বলো ভুলে যাবে, স্মৃতিতে আমায় খুজে পাবে 
কি করে বলো ভুলে যাবে? 
ফুটিয়ে তোমার ফুলে হাসি, বাতাস হয়ে  যে - ছুয়ে আসি
ফুটিয়ে তোমার ফুলে হাসি, বাতাস হয়ে যে - ছুয়ে আসি  
তোমারই আসার পথে, বকুল ছড়িয়ে আমি রাখবো
আমি আছি, শুধু তোমারই তো আছি 

ফুলের গন্ধর মতো তোমায় ভরিয়ে আমি রাখবো
গাছের লতার মতো তোমাইয় জরিয়ে আমি থাকবো 
আমি আছি, শুধু তোমারই তো আছি
আমি আছি, শুধু তোমারই তো আছি


আরো দেখুন 👇

🔊 আমার মতামত - আশীর্বাদ ছবিতে তাপস পাল ও মহুয়া রায়চৌধুরীর অনবদ্য অভিনয় সত্যিই চিরস্মরণীয়। তাপস পাল একজন খুব বড় মাপের অভিনেতা ছিলেন। উনি খুব প্রতিভাবান ছিলেন অপরদিকে মহুয়া রায়চৌধুরী অসাধারণ সুন্দরী এবং ওনার অসাধারণ অভিনয় ও নৃত্য পরিবেশন সমস্ত বাঙালীকে মুগ্ধ ও অভিভূত করে। এ গানের বেদনা, আকুতি তাঁর চোখে, অভিব্যক্তিতে ধরা পড়েছে ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম