Phuler kane Bhromor (ফুলের কানে ভ্রমর এসে) Song Lyric

এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ফুলের কানে ভ্রমর এসে এবং গানটি গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ

🎵 নাম - ফুলের কানে ভ্রমর এসে

🎧 Song Credits: 
🎵 গান - Phuler kane Bhromor
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎹 সুরকার রবিন ঘোষ

Phuler kane Bhromor Lyric 👇

ফুলের কানে ভ্রমর এসে,
চুপি চুপি বলে যায়-
তোমায় আমার সারাটি হৃদয়,
নীরবে জড়াতে চায়; 

ও ও আ আ... 
এসেছো আমার প্রানে গানের মালা হাতে 
চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে! 
ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে-
ভালবেসে যেতে! 
ফুলের কানে ভ্রমর এসে,
চুপি চুপি বলে যায়-
তোমায় আমার সারাটি হৃদয়,
নীরবে জড়াতে চায়;
 
বকুল ঝরানো পথে জীবনে তুমি এলে
তোমার পরশে যেন ভুবন ভরে দিলে
মুগ্ধ আবেশে রেখে, দু'টি হিয়া দোলে-
দুটি হিয়া দোলে!
ফুলের কানে ভ্রমর এসে,
চুপি চুপি বলে যায়-
তোমায় আমার সারাটি হৃদয়,
নীরবে জড়াতে চায়;

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম