Premer Agune Jole Gelam (প্রেমের আগুনে জ্বলে গেলাম) Song Lyric

এই পোষ্টে ফকির মজনু শাহ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - প্রেমের আগুনে জ্বলে গেলাম এবং গানটি গেয়েছেন  রুনা লায়লা এবং জাফর ইকবাল

🎵 নাম - প্রেমের আগুনে জ্বলে গেলাম

🎧 Song Credits: 
🎵 গান - Premer Agune Jole Gelam
🎬 অ্যালবাম - ফকির মজনু শাহ

Premer Agune Jole Gelam Lyric 👇

প্রেমের আগুনে, প্রেমের আগুনে! 
প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
সে আগুন চোখে দেখলাম না!
সজনী গো,
সে আগুন চোখে দেখলাম না!
পীরিতি পীরিতি, পীরিতি পীরিতি
পীরিতি রীতিনীতি শেখাও সজনী গো
পীরিতি আজো শিখলাম না!
সজনী গো,
পীরিতি আজো শিখলাম না!

নিম তিতা, নিশিন্দা তিতা
আরো তিতা পানের খর
সেই না তিতা লাগে গো মিঠা
নারী যদি পায় প্রানের নাগর
আম মিঠা, জাম মিঠা
আরো মিঠা ফুলের মৌ
সেই না মিঠা লাগে গো তিতা
না থাকলে কাছে সুন্দরী বউ
সেই তিতা মিঠার স্বাদ -
সেই তিতা মিঠার সাদ দেব সজনী গো
পীরিতি করো সাধনা! 
সজনী গো....
পীরিতি আজো শিখলাম না!
প্রেমের আগুনে, প্রেমের আগুনে! 
প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
সে আগুন চোখে দেখলাম না!
সজনী গো
পীরিতি আজো শিখলাম না! 

বক সাদা, পালক সাদা
আরো সাদা কাশের বন
সেই না সাদা লাগে গো কালো
পুরুষ না বুঝলে নারীর মন
মেঘ কালো ভ্রমরা কালো
আরো কালো মাথার চুল
সেই না কালো লাগে গো ভালো
নারীর অঙ্গে ফুটলে ফুল
সেই ফুলের মধু -
সেই ফুলের মধু, 
অঙ্গে শুকাই সজনী গো
বয়সের ভার মানে না
সজনী গো....
আমাকে করলে দিওয়ানা
প্রেমের আগুনে, প্রেমের আগুনে! 
প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
সে আগুন চোখে দেখলাম না!
সজনী গো,
সে আগুন চোখে দেখলাম না!
পীরিতি পীরিতি, পীরিতি পীরিতি
পীরিতি রীতিনীতি শেখাও সজনী গো
পীরিতি আজো শিখলাম না!
সজনী গো,
পীরিতি আজো শিখলাম না!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম