Premer Nam Bedona (প্রেমের নাম বেদনা) Song Lyric

এই পোষ্টে নীল আকাশের নিচে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - প্রেমের নাম বেদনা এবং গানটি গেয়েছেন মাহমুদুন্নবী

🎵 গান - প্রেমের নাম বেদনা

🎧 Song Credits: 
🎵 গান - Premer Nam Bedona
🎬 অ্যালবাম - নীল আকাশের নিচে

Premer Nam Bedona Song Lyric 👇 

প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে
দু'টি প্রানের সাধনা কেন যে বিদূর লাগে
প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে

[যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভুলা যায়না' 
কেন তারে ভুলা যায় না] - ২ বার 
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার, 
তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার
পরশ কেন মাগে... 
প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে
দু'টি প্রানের সাধনা কেন যে বিদূর লাগে

[যে মন প্রতিদান পেল না সান্তনা সেতো চায় না
সান্তনা সেতো চায় না] - ২ বার 
আহত আশা কেন মিছে বারে বার,
আহত আশা কেন মিছে বারে বার
সৃতি হয়ে জাগে... 
প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে
দু'টি প্রানের সাধনা কেন যে বিদূর লাগে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম