Ruper Lakho Ashik Ache (রূপের লাখো আশিক আছে) Song Lyric

এই পোষ্টে ঝুমুর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - রূপের লাখো আশিক আছে এবং গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 গানের নাম - রূপের লাখো আশিক আছে

🎧 Song Credits: 
🎵 গান - Ruper Lakho Ashik Ache
🎬 অ্যালবাম - ঝুমুর
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস
🔊 শিল্পী রুনা লায়লা

Ruper Lakho Ashik Ache Lyric 👇

[রূপের লাখো আশিক আছে, 
দিলের দরদি কেউ তো নাই 
সবাই রুপের অঙ্গ দেখে
কেউ দিলের খবর রাখে না] - ২ বার  
রূপের লাখো আশিক আছে... 

[সুতোয় বাঁধা পুতুল যেমন নাচে হাতের ইশারায়
কারো চোখের শাসনে আজ ঝুমুর শুধু নেচে যায়] - ২ বার 
প্রেমেরি কারনে, প্রেমেরি কারনে পুড়েছি আগুনে 
সোনা যদি না পুড়ে খাঁটি তো হয় না 
রূপের লাখো আশিক আছে, 
দিলের দরদি কেউ তো নাই 
সবাই রুপের অঙ্গ দেখে
কেউ দিলের খবর রাখে না
রূপের লাখো আশিক আছে... 

[বাঁচার মত বাঁচতে চেয়েছি এই দুনিয়ায়,
মানুষ নামের লোভী কুকুর শুধু আমায় পেতে চায়] - ২ বার 
দৌলতের বদলে, দৌলতের বদলে ভালোবাসা কি নিলে 
মুল্য দিয়ে দিলের সওদা করা যায় না! 
রূপের লাখো আশিক আছে, 
দিলের দরদি কেউ তো নাই 
সবাই রুপের অঙ্গ দেখে
কেউ দিলের খবর রাখে না
রূপের লাখো আশিক আছে! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম