Samal Samal Samal Sathi (সামাল সামাল সামাল সাথী) Lyric

এই পোষ্টে ওয়াদা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সামাল সামাল সামাল সাথী এবং গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী

🎵 গানের নাম - সামাল সামাল সামাল সাথী

🎧 Song Credits: 
🎵 গান - Samal Samal Samal Sathi 
🎬 অ্যালবাম - ওয়াদা
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস

Samal Samal Samal Sathi Song Lyric 👇

[সামাল সামাল সামাল সাথী ধীরে ধীরে চলরে 
উচা নিচা ছাইড়া ও তুই সো'জা পথে চল
সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম] - ২ বার 

[কত তোরে দিলাম ট্রেনিং তবু শিখলি না
এত বড় হইলি ডাঙ্গর মানুষ চিনলি না] - ২ বার 
নরম-নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে
উচা নিচা, উচা নিচা ছাইড়া ও তুই সো'জা পথে চল
সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম

[সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয়
তোর কারনে সে যে আমায় তিতা কথা কয়] - ২ বার 
ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে
উচা নিচা, উচা নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল
সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম
[সামাল সামাল সামাল সাথী ধীরে ধীরে চলরে 
উচা নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল
সওয়ারীর গতর নরম; ও সওয়ারীর মেজাজ গরম] - ২ বার 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম