Shondhar Chaya Name (সন্ধ্যার ছায়া নামে) Song Lyric

এই পোষ্টে পুত্রবধু সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵  নাম - সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া

🎧 Song Credits: 
🎵 গান - Shondhar Chaya Name
🎬 অ্যালবাম - পুত্রবধু
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন

Shondhar Chaya Name Lyric 👇

সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
সন্ধ্যার ছায়া নামে... 

[একটি দু'টি তারা জ্বলে আকাশের কোলে
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে] - ২ বার 
সাত রাঙ্গা সেই রঙে মন বলে চাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া
সন্ধ্যার ছায়া নামে... 

[আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো
অচেনা'কে চিনে নিতে তাই লাগে ভালো] - ২ বার 
সে চেনায় হয় যদি আরও কিছু পাওয়া,
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া? 
সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
সন্ধ্যার ছায়া নামে... 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম