Shundor Sondhay E Gan Dilam (সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম) Lyric

এই পোষ্টে শেষ খেলা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর / সৈয়দ আব্দুল হাদী এবং রুনা লায়লা

🎵 গান - সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম

🎧 Song Credits: 
🎵 গান - Shundor Sondhay E Gan Dilam
🎬 অ্যালবাম - শেষ খেলা

Shundor Sondhay E Gan Dilam Song Lyric 👇 

সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
এই মন এ জীবন শুধু যে ভালবাসার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার

চোখের কি বা দোষ বলো
প্রথম দেখায় লাগলো ভালো,
লাগলো ভালো! 
ভালো লাগার প্রহর গুলো, 
সুরে সুরে ভরে তুলো ভরে তুলো
এই ক্ষণ এ লগন শুধু যে পাশে থাকার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার

ও বাঁধন হারা বাদল দিনে
চিরদিনের আপন হলে, আপন হলে
ভালোবেসে কাছে এলে, 
তুমি আমার বলে গেলে, বলে গেলে! 
এই রাত ঐ চাঁদ কখনো নয়কো ভোলার। 
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
এই মন এ জীবন শুধু যে ভালবাসার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম