Surer Agune Pure (সুরের আগুনে পুড়ে) Song Lyric

এই পোষ্টে পুত্রবধু সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং আব্দুল জব্বার

🎵 গানের নাম - সুরের আগুনে পুড়ে

🎧 Song Credits: 
🎵 গান - Surer Agune Pure
🎬 অ্যালবাম - পুত্রবধু
🎶 গীতিকার মাসুদ করিম
🎹 সুরকার সুবল দাস

Surer Agune Pure Song Lyric 👇

সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো... 
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো

[আমি আমায় পেয়েছি ফিরে 
কোন স্বপ্ন সাগর ও তীরে 
এতদিনে চেনা ভুবন অচেনা হয়ে গেলো] - ২ বার 
এই চৈতালি মন আলোকে কখন 
নতুন আবেশে মুখর হলো
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো... 
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো

[আমি এলাম তবে কি শেষে, 
কোন সবুজ দ্বীপের ও দেশে
ফিরে যাবার কথাটি মোর পলকে ভুলে গেলো] - ২ বার 
কোন ঝড় হাওয়ার কাপনে আমার 
মনের জানালা খুলে গেল 
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো... 
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম