Takdhum Takdhum Baje (তাকধুম তাকধুম বাজে) Song Lyric

এই পোষ্টে মহামিলন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তাকধুম তাকধুম বাজে এবং গানটি গেয়েছেন আগুন এবং শাকিলা জাফর

🎵 গানের নাম - তাকধুম তাকধুম বাজে

🎧 Song Credits: 
🎵 গান - Takdhum Takdhum Baje
🎬 অ্যালবাম - মহামিলন
🔊 শিল্পী -  আগুন শাকিলা জাফর 

Takdhum Takdhum Baje Song Lyrics 👇

প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নাম,
যার লাগিয়া আমরা সবাই ভবে আসিলাম 
নারী পুরুষ দুই ধরনের একই মানুষ
পুরুষ সদা হুশিয়ার  নারী যে বেহুঁশ, 
ওরে নারী যে বেহুঁশ! 

বাজে তাকধুম তাকধুম,
ও বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল 
ওরে নারী জাতির মাথায় আছে যত গণ্ডগোল 
ওরে যত গণ্ডগোল হায়রে যত গণ্ডগোল

বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল  
আরে পুরুষ লোকে এই জগতে করে গণ্ডগোল  
ওরে করে গণ্ডগোল হায়রে করে গণ্ডগোল

হায়রে নারী কত রকমারি ঝক মারি 
দিবানিশি চায় শুধু গয়না শাড়ী,
ওরে গয়না শাড়ী হায়রে গয়না শাড়ী 
সেজেগুজে থাকে আহা কি সুন্দরী 
রুপ দেখাইয়া পুরুষের মন করে চুরি
ওরে করে চুরি হায়রে করে চুরি
জেনেশুনে বন্ধুরা কেউ করো না'কো ভুল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল 

পুরুষের ও জারিজুরি বাহাদুরি,
জানি জানি সব কিছু ছলচাতুরি 
ওরে ছলচাতুরি হায়রে ছলচাতুরি 
পায় যদি হাতের কাছে মেয়ে মানুষ  
কি করিবে না করিবে থাকে না হুঁশ 
পুরুষ হইলো বনের কাঁটা নারী হইলো কুল 
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল 

ওরে নারী হইলো ঘরের লক্ষী থাকবে ঘরে
তারা কেনো আসবেরে ঘরের বাইরে 
ওরে ঘরের বাই হায়রে ঘরের বাইরে
পুরুষের ও আধা কইরা গড়লো নারী 
তারা কেনো করে এত বাড়াবাড়ি 
ওরে বাড়াবাড়ি হায়রে বাড়াবাড়ি 
রাখো রাখো লজ্জাশরম রাখো জাতিকুল 
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল 

আমাদের ও মুখ আছে, আছে কথা 
তোমাদের ও মত আছে স্বাধীনতা
ওরে স্বাধীনতা হায়রে স্বাধীনতা 
নারী এখন কম কিসে বলো সাথী 
চাকরি করে ব্যাবসা করে, করে রাজনীতি 
ওরে করে রাজনীতি হায়রে করে রাজনীতি 
নারী যেমন রানতে পারে তেমন বান্ধে চুল 
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল

আরে ঘোমটা দিয়ে খেমটা নাচ দিও না রে 
পিপীলিকার বাড়ালে পাখা যায় রে মরে 
ওরে যায়রে মরে হায়রে যায়রে মরে 
তোমরা হলে জাউলা দুয়ার ঘরের শোভা 
চিরটাকাল পুরুষের-ই করো সেবা 
ওরে করো সেবা হায়রে করো সেবা 
আমরা রবো তোমাদেরই প্রেমেতে আকুল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
 
কারো ধার ধারি না রে আমরা এখন 
নিজের হাতে গড়ি মোরা নিজের জীবন 
ওরে নিজের জীবন হায়রে নিজের জীবন 
বল আছে, বুদ্ধি আছে, আছে মাথা 
মাথার উপর চাই নারে কারো ছাতা 
ওরে কারো ছাতা হায়রে কারো ছাতা 
আগের দিনের নীতিকথা হলো যে খন্ডন 
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
ওরে নারী জাতির মাথায় আছে যত গণ্ডগোল 
ওরে যত গণ্ডগোল হায়রে যত গণ্ডগোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল
বাজে তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল  
আরে পুরুষ লোকে এই জগতে করে গণ্ডগোল  
ওরে করে গণ্ডগোল হায়রে করে গণ্ডগোল

আরে যতোই করি ঝগড়াঝাটি কথায় কথায় কাটাকাটি 
তেল ছাড়া বাতি কভু জ্বলে না;
ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি পুরুষ ছাড়া তেমন নারী 
যতই করো ঠেলাঠেলি চলে না।
আ যতোই করি ঝগড়াঝাটি কথায় কথায় কাটাকাটি 
তেল ছাড়া বাতি কভু জ্বলে না;

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম