Tomar Namer Jikir (তোমার নামের জিকির) Song Lyric

এই পোষ্টে প্রেমের জ্বালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তোমার নামের জিকির এবং গানটি গেয়েছেন কনক চাঁপা

🎵 নাম - তোমার নামের জিকির আমার বুকে

🎧 Song Credits: 
🎵 গান - Tomar Namer Jikir
🎬 অ্যালবাম - প্রেমের জ্বালা
🔊 শিল্পী কনক চাঁপা

Tomar Namer Jikir Lyric 👇

আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ
তোমার নামের জিকির আমার বুকে 
পবিত্র কোরানের কলমা মুখে
এই দুনিয়ায় তুমি মালিক সাঁই
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ... 

প্রেম করেছে আদম হাওয়া তোমাদের স্বরতে
প্রেম করেছো আল্লাহ তুমি মোহাম্মদের সাথে!
প্রেম করেছে আদম হাওয়া তোমাদের স্বরতে
প্রেম করেছো আল্লাহ তুমি মোহাম্মদের সাথে 
প্রেম করেছি আমরা দু'জন তাই 
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ... 

কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে
সতী নারীর এই ফরিয়াদ পৌছাবে কি করে? 
কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে
সতী নারীর এই ফরিয়াদ পৌছাবে কি করে? 
তোমার মনে নাই কি মায়া নাই
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ... 
তোমার নামের জিকির আমার বুকে 
পবিত্র কোরানের কলমা মুখে
এই দুনিয়ায় তুমি মালিক সাঁই
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
তোমার দর্শনও চাই, তোমার দর্শনও চাই! 
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ... 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম