Bhule Gechi Sur Ogo (ভুলে গেছি সুর ওগো) Song Lyric

এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 নাম - ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই

🎧 Song Credits: 
🎵 গান - Bhule Gechi Sur Ogo
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎹 সুরকার রবিন ঘোষ
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন

Bhule Gechi Sur Ogo Lyric 👇

ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই

ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই
প্রানের মুকুরে তারে ছায়া যে পড়ে
বলোনা শোনাবো গান আমি কি করে? 
বলোনা শোনাবো গান আমি কি করে? 
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই!

নয়নে কাজল হয়ে সে তো হেসেছে,
নয়নে কাজল হয়ে সে তো হেসেছে
স্বপনে আপন হয়ে কাছে এসেছে 
আমারে জড়িয়ে গেছে সুরভী হয়ে
বলোনা শোনাবো গান আমি কি করে? 
বলোনা শোনাবো গান আমি কি করে? 
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই!

ঝিনুকে প্রেমের ছবি সে তো এঁকেছে
ঝিনুকে প্রেমের ছবি সে তো এঁকেছে
মকুলে ফাগুন হয়ে শুধু ডেকেছে
গানের অতিথি হাসে গানের ও দ্বারে 
বলোনা শোনাবো গান আমি কি করে? 
বলোনা শোনাবো গান আমি কি করে? 
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই!
প্রানের মুকুরে তারে ছায়া যে পড়ে
বলোনা শোনাবো গান আমি কি করে? 
বলোনা শোনাবো গান আমি কি করে? 
ভুলে গেছি সুর ওগো স্বরলিপি নেই!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম